ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

অতীত ‘ভুলে’ বার্সার বিপক্ষে ‘প্রতিশোধ’ নিতে চায় রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
অতীত ‘ভুলে’ বার্সার বিপক্ষে ‘প্রতিশোধ’ নিতে চায় রিয়াল ছবি: সংগৃহীত

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আগামীকাল রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার। আগের বার লা লিগায় যখন মুখোমুখি হয়েছিল তারা, সেবার রিয়াল হেরেছিল ৪-০ ব্যবধানে।

দুঃস্বপ্নের সেই রাত এখনও ভুলেননি কার্লো আনচেলত্তি। তাইতো সেখান থেকে শিক্ষা নিয়ে ফাইনালে বার্সাকে হারানোর চক কষছেন তিনি।  

ফাইনালের আগে আজ সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আমাদের ভাবতে হবে প্রথম ম্যাচে কী হয়েছিল। কারণ, তারা আমাদের হারিয়েছে। আমরা সবকিছু পরিষ্কারভাবে মূল্যায়ন করেছি। তাই আমাদের ভালো কাজ করতে হবে এবং ভুলগুলো এড়াতে হবে। ক্লাসিকো সবসময়ই ক্লাসিকো, তবে ফাইনাল কিছুটা বেশি চাপ সৃষ্টি করে। ’

পরিসংখ্যান বলছে সুপার কাপ জিতলে মৌসুম ভালো কাটে রিয়ালের। সবশেষ দুবার সুপার কাপ জিতে বাকি মৌসুমে তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। সেখান থেকেই অনুপ্রেরণা নিতে চান রিয়াল কোচ। তিনি বলেন, ‘যখন আমরা এটি জিততে পারিনি, তখন মৌসুম ভালো কাটেনি। এটি এমন একটি প্রতিযোগিতা, যা অনেক বেশি অনুপ্রেরণা জোগায়। বার্সেলোনা ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী। তাদের বিপক্ষে ম্যাচটি অনেক প্রতিযোগিতামূলক হয়। তাই এটা আমাদের এবং তাদের জন্য কঠিন। ম্যাচের ফল আগেই বলা সম্ভব নয়। ’

গত আসলে সুপার কাপের শিরোপা নিজেদের করে নেয় রিয়াল মাদ্রিদ। ফাইনালে বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।  

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।