ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইউরো মিশনে অধিনায়ককে পাচ্ছে না বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, মে ৮, ২০১৬
ইউরো মিশনে অধিনায়ককে পাচ্ছে না বেলজিয়াম ছবি: সংগৃহীত

ঢাকা: পায়ের ইনজুরিটা বেশ ভালোই ভোগাচ্ছে ভিনসেন্ট কোম্পানিকে। এ মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে মাত্র ১৪টি ম্যাচ খেলেছেন বেলজিয়ান অধিনায়ক।

এবার ইনজুরির কারণে ফ্রাঞ্চে অনুষ্ঠেয় ২০১৬ ইউরোতে (১০ জুন শুরু) খেলতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছেন ত্রিশ বছর বয়সী এ তারকা সেন্টার ব্যাক।

গত বছরের সেপ্টেম্বরে ইনজুরি আক্রান্ত হওয়ার পর থেকেই ফিটনেস সমস্যায় ভুগছেন কোম্পানি। মৌসুম জুড়েই তিনি একাদশে আসা যাওয়ার মাঝে! সবশেষ রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিতের ম্যাচে মাত্র ১০ মিনিট খেলেই মাঠ ছাড়েন। বোঝায় যাচ্ছে, ইনজুরিটা কোম্পানিকে কতটাই না ভোগাচ্ছে।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বেলজিয়ামের হয়ে ইউরো মিস করার বিষয়টি নিশ্চিত করেন কোম্পানি, ‘আমি ইউরো মিস করবো। আমার জন্য এটি খুবই দুঃখজনক খবর। তাই আমাকে এখানেই থাকতে হবে, নিজের জন্য কষ্ট বোধ করছি। অন্য কেউ হলে হয়তো ক্যারিয়ার নিয়ে ভয়ে থাকত। কিন্তু আমি তা নই। নিজের ভবিষ্যতের ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নেব। ’

বেলজিয়ান অধিনায়ক আরও উল্লেখ করেন, ‘আমি কঠিন পরিশ্রমী ও একজন যোদ্ধা এবং তুমিও যদি এরকম হও তবে তুমি জানো যে, আমাদের মতো মানুষদের কাছে সাফল্য অনেকভাবেই আসে। কঠিন সময়েও আমরা নিজেদের ওপর আস্থা রাখি। তাই আমি এখনো শান্ত ও ইতিবাচক। বন্ধুবান্ধব ও সতীর্থদের ওপর আমার ‍আস্থা আছে এবং ফ্রান্সে পরবর্তী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আমাদের গর্বিত করবে। আমি এখন অফিসিয়ালি তাদের সমর্থক এবং সেখানে (ফ্রান্সে) থেকে তাদের সমর্থন যোগাবো। ’

আগামী ১৩ জুন চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে মিশনে নামবে ওয়ার্ল্ড ৠাংকিংয়ের দুইয়ে থাকা ‘ফেভারিট’ বেলজিয়াম। গ্রুপ ‘ই’ তে তাদের অপর দুই প্রতিপক্ষ রিপাবলিক অব আয়ারল্যান্ড ও জ্লাতান ইব্রাহিমোভিচের সুইডেন।

বাংলাদেশস সময়: ১৫০৮ ঘণ্টা, মে ৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।