ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

তিন অঙ্কের মাইলফলক ছুঁয়েছেন রুনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, মে ১৮, ২০১৬
তিন অঙ্কের মাইলফলক ছুঁয়েছেন রুনি ছবি: সংগৃহীত

ঢাকা: ওল্ড ট্রাফোর্ডে শততম প্রিমিয়ার লিগ গোলের রেকর্ড গড়েছেন ওয়েইন রুনি। ইংলিশ অধিনায়কের মাইলফলকের ম্যাচে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ইংল্যান্ডের ইউরো স্কোয়াডে ডাক পাওয়া ১৮ বছর বয়সী তরুণ স্ট্রাইকার মার্কাস রাশফোর্ডও গোল উদযাপনে মাতেন।

গত রোববার (১৫) ম্যানইউ-বোর্নমাউথ ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু, স্টেডিয়ামের ভেতর সন্দেহজনক বোমাসদৃশ বস্তুর অস্তিত্ব মেলায় ম্যাচটি স্থগিত করা হয়। পরে তিনদিন পিছিয়ে পুনরায় ম্যাচের সূচি নির্ধারণ করা হয়।

ওল্ড ট্রাফোর্ডে আর মাত্র ১৫টি লিগ গোল করতে পারলেই থিয়েরি অঁরির রেকর্ড টপকে এক স্টেডিয়ামে সর্বোচ্চ গোলস্কোরারের মালিক হবেন রুনি। আর্সেনাল ক্যারিয়ারে হাইবুরি স্টেডিয়ামে (২০০৬ সালের ৭ মে পর্যন্ত গানারদের হোম ভেন্যু ছিল, বর্তমানে এমিরেটস স্টেডিয়াম) ১১৪টি গোল করেছিলেন সাবেক ফ্রেঞ্চ তারকা অঁরি।

সোয়ানসি সিটির বিপক্ষে ম্যানসিটির ১-১ গোলের ড্রয়ে আগেই কপাল পুড়ে ম্যানইউর। নগর প্রতিদ্বন্দ্বীরা এক পয়েন্ট পাওয়ায় রেড ডেভিলসদের শীর্ষ চারে উঠার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। চ্যাম্পিয়নস লিগের পরের মৌসুমে তাদের দর্শক ভূমিকায় থাকতে হচ্ছে। খেলতে হবে ইউরোপা লিগে।

বোর্নমাউথের বিপক্ষে প্রত্যাশিত জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থেকে‌ই মৌসুম শেষ করলো ম্যানইউ। ৩৮ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৬৬। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় চার নম্বরে ম্যানসিটি। চ্যাম্পিয়ন লিচেস্টারের পর দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে আর্সেনাল ও টটেনহাম।

এদিকে, আগামী শনিবার (২১ মে) এফএ কাপের শিরোপা লড়াইয়ে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবেন রুনি-মার্শালরা। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মে ১৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।