ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

টালবাহানা করছেন কোচ সেইন্টফিট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
টালবাহানা করছেন কোচ সেইন্টফিট টম সেইন্টফিট-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চুক্তি স্বাক্ষর নিয়ে বাফুফে’র সঙ্গে টালবাহানা করছেন বেলজিয়ান কোচ টম সেইন্টফিট। আসছে সেপ্টেম্বর ও অক্টোবরে এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে অফ-২’র দুটি ম্যাচকে সামনে রেখে গেল ১২ জুলাই বাফুফে’র সঙ্গে এক মৌখিক চুক্তিতে আবদ্ধ হওয়ার পর নিয়মিতই আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খন্ডকালীন কোচ হিসেবে।


 
প্রাথমিকভাবে মৌখিক চুক্তিতে আবদ্ধ হলেও বুধবার (২৭ জুলাই) দুপুরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে বাফুফের সঙ্গে তাঁর আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের কথা ছিল। কিন্তু বাফুফের দেয়া চুক্তি পত্রে কিছু অস্পষ্টতা আছে এমন অযুহাত দেখিয়ে তিনি চুক্তি স্বাক্ষর করেন নি।
 
বাফুফের সঙ্গে চুক্তি স্বাক্ষর নিয়ে বুধবার বিকেলে সেইন্টফিট গণমাধ্যমকে জানান, ‘চুক্তিপত্রে কিছু অস্পষ্টতা আমার চোখে পড়েছে বলে আমি সই করছি না। তবে এ ব্যাপারে সন্দেহের কোন কারণ নেই। ভূটান ম্যাচ পর্যন্ত আমি আছি এবং বাংলাদেশে আমার উপর অর্পিত দায়িত্বের প্রতি আমি শতভাগ মনোযোগি।
 
এসময় গত রোববার নাইজেরিয়ার বিভিন্ন পত্রপত্রিকায় তার বক্তব্য প্রসঙ্গে দেয়া ব্যাখ্যায় তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি সাক্ষাতকারটি দিয়েছি গত দুই সপ্তাহ আগে কিন্তু তা বেরিয়েছে গত রোববার। ফলে কিছু জটিলতার সৃষ্টি হয়েছে। আমি বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ’।
 
উল্লেখ্য নাইজেরিয়ার পত্রপত্রিকাগুলোকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেছিলেন, ‘নাইজেরিয়াকেই আমি এই মুহুর্তে আমার পছন্দের তালিকায় শীর্ষে রেখেছি। ’
 
তবে সেইন্টফিট সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, ‘নাইজেরিয়ার থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে সেইন্টফিট বাংলাদেশে থাকবেন না। ’
 
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ২৭ জুলাই, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।