ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পিএসজির কাছে হেরে রিয়ালের প্রাক মৌসুম শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
পিএসজির কাছে হেরে রিয়ালের প্রাক মৌসুম শুরু ছবি: সংগৃহীত

ঢাকা: নতুন মৌসুমের প্রস্তুতির শুরুতেই ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। প্রাক মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই হারের লজ্জায় পড়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

প্রীতি ক্লাব টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে (আইসিসি) পিএসজির কাছে ৩-১ ব্যবধানে হেরে গেছে বেল-রোনালদোবিহীন রিয়াল।

লস ব্লাঙ্কসদের আক্রমণভাগে নেতৃত্ব দিতে শুরুর একাদশে নামেন আলভারো মোরাতা, লুকাস ভাজকুয়েজ, জেসে রদ্রিগেজ। মিডফিল্ডে থাকেন ইসকো, ম্যাতিও কোভাচিচ, ক্যাসেমিরো। ডিফেন্স সামলান, দানিলো, রাফায়েল ভারান, নাচো ফার্নান্দেজ ও মার্সেলো।

অন্যদিকে, পিএসজির হয়ে থিয়াগো সিলভা, হাভিয়ের পাস্তোরে, আদ্রিয়ান রাবিয়ট, লুকাস মৌরা ও এডিনসন কাভানির মতো তারকারা ছিলেন। কিন্তু ১০ মিনিট না যেতেই ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান অভিজ্ঞ সেন্টার ব্যাক সিলভা।

যুক্তরাষ্ট্রের ওহিও স্টেডিয়ামে খেলা শুরুর দুই মিনিটের মাথায় পিএসজিকে লিড এনে দেন তরুণ ফেঞ্চ মিডফিল্ডার জোনাথন আইকোনি। ৩৫ ও ৪০ মিনিটে জোড়া গোল করে গ্যালাকটিকোদের ম্যাচ থেকেই ছিটকে দেন বেলজিয়ান রাইটব্যাক থমাস মেনিয়ার।

প্রথমার্ধ শেষের এক মিনিট আগে পেনাল্টি থেকে রিয়ালের হয়ে একটি গোল পরিশোধ করেন ব্রাজিলিয়ান মার্সেলো। নির্ধারিত সময়ের আগ পর্যন্ত দু’দলের কেউই আর জালের দেখা পাননি। ম্যাচ শেষে তাই জিনেদিন জিদানের শিষ্যদের হতাশাজনক হারই সঙ্গী হয়।

নতুন কোচ ইউনাই এমেরির হাত ধরে রীতিমতো উড়ছে পিএসজি।  এখন পর্যন্ত প্রাক মৌসুমের তিন ম্যাচেই জয় পেয়েছে ফ্রেঞ্চ জায়ান্টরা। ওয়েস্ট ব্রমের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর আইসিসি ইভেন্টের প্রথম ম্যাচে ইন্টার মিলানকে রিয়ালের সমান ব্যবধানে হারায় তারা।

আগামী শনিবার (৩০ জুলাই) চেলসির মুখোমুখি হবে রিয়াল। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। পরদিন সকাল সাড়ে ৯টায় নিজেদের শেষ ম্যাচে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে পিএসজি।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।