ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দশজনের চেলসির বিপক্ষে হারলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
দশজনের চেলসির বিপক্ষে হারলো লিভারপুল ছবি: সংগৃহীত

ঢাকা: প্রাক মৌসুমের প্রস্তুতিতে প্রিমিয়ার লিগ প্রতিদ্বন্দ্বী চেলসির বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে লিভারপুল। প্রথমার্ধে গ্যারি কাহিলের গোলটিই দশজনের চেলসির জয় উদযাপনের জন্য যথেষ্ট ছিল।

ম্যাচ শেষে ন্যূনতম ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ব্লুজরা।

ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে খেলা শুরুর ১০ মিনিটের মাথায় চেলসিকে লিড এনে দেন গ্যারি কাহিল। সেস ফ্যাব্রিগাসের কর্ণার কিক থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়ান ইংলিশ সেন্টার ব্যাক। এই এক গোলেই ম্যাচের নিষ্পত্তি ঘটে। অল রেডসদের সমতায় ফেরাতে ব্যর্থ হন ফিলিপ্পে কুতিনহো-রবার্তো ফিরমিনোরা।

দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার রাগনার ক্লাভানকে মারাত্মক ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্যাব্রিগাস। দশজনের দলে পরিণত হয় ব্লুজরা। সে যাই হোক, রেফারি শেষ বাঁশি বাজানোর আগ পর্যন্ত ইয়োর্গেন ক্লপের শিষ্যদের চোখেমুখে গোলের জন্য হাহাকারই ফুটে ওঠে। অন্যদিকে, নতুন কোচ অ্যান্তোনিও কন্তের অধীনে নতুন মৌসুমে ‘স্বরুপে’ ফেরারই আভাস দিচ্ছে চেলসি!

প্রীতি ক্লাব টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে (আইসিসি) দু’দলের এটি প্রথম ম্যাচ ছিল। শনিবার (৩০ জুলাই) রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে চেলসি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়। পরদিন সকাল ৮টায় এসি মিলানের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।