ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

গরমকে পনিরের আর ভাগ্যকে দোষারোপ বাদলের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
গরমকে পনিরের আর ভাগ্যকে দোষারোপ বাদলের ছবি-অনিক খান

ময়মনসিংহ: গোলের খেলা ফুটবল। আর সেই খেলায় গোল নেই।

চট্টগ্রাম আবাহনী ও শেখ জামালের মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্র হওয়ার পর নির্ধারিত প্রেস কনফারেন্সে এসেই এমন প্রশ্নের মুখে পড়তে হলো চট্টগ্রাম আবাহনীর বিকল্প কোচ পনিরুজ্জামান পনিরকে।

মাঠকে দোষারোপ না করলেও ড্র’র কারণ হিসেবে তিনি জবাব দিলেন, ‘গরমের জন্যই আমরা ভাল খেলতে পারিনি। ’

তবে পয়েন্ট ভাগাভাগি হওয়ার কারণ গরম নয় বলে মত শেখ জামালের কোচ মোশাররফ হোসেন বাদলের। প্রেস কনফারেন্সে তিনি জানান ময়মনসিংহের সুন্দর মাঠের মুগ্ধতার কথা। প্রতিপক্ষ কোচের ভাষ্যের সঙ্গেও একমত হতে পারেননি এ কোচ।  

বাদলের কথা, ‘ফুটবলে গরম-ঠাণ্ডা ব্যাপার না। বৃষ্টি হলে বৃষ্টির মধ্যেই খেলতে হবে। এটাই নিয়ম। তবে সকালে আমরা ওয়ার্মআপ করতে পারলে অবশ্যই ভাল হতো। আমরা ভাল খেললেও ভাগ্য বঞ্চনার শিকার হয়েছি। ’

শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যার আগ মুহূর্তে ময়মনসিংহের ঐতিহ্যবাহী রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে কথা বলছিলেন পনির ও বাদল।

চট্টগ্রাম আবাহনীর কোচ দাবি করলেন, এদিনের খেলায় তারা অনেক মিস পাস দিয়েছেন। গতিও কম ছিল। আর গরমের কারণেই এমনটি হয়েছে।  

গরমকে অজুহাত হিসেবে দাঁড় করানোর পর এ নিয়ে প্রশ্ন তুললেন মিডিয়া কর্মীরা। একজন প্রশ্ন করলেন এভাবে, ‘গরমকে দোষ দিলেন, শেখ জামাল ভাল খেললো কী করে?’

পনির বলেন, ‘প্রথমার্ধে আমরা ভাল খেলেছি। দ্বিতীয়ার্ধে ওরা ভাল খেলেছে। ’ তবে ময়মনসিংহের মাঠের প্রশংসা করতে ভোলেননি এ কোচ, ‘চিটাগাংয়ের চেয়ে এখানকার মাঠ ভাল। অকল্পনীয় একটি মাঠ। সত্যিই আমরা মুগ্ধ হয়েছি’।

চট্টগ্রাম আবাহনীর পর ডাক পড়লো শেখ জামালের কোচ মোশাররফ হোসেন বাদলের। তিনি অবশ্য দোষারোপ করলেন ভাগ্যকে। বলেন, ‘৩ পয়েন্ট অর্জন করতে মাঠে নেমেছিলাম। বল গোল বারে লাগায় গোল আদায় করতে পারিনি। ’

‘ময়মনসিংহের মাঠ অনেক সুন্দর। দর্শকরা খুবই ক্রীড়ামোদী। এখানে ফ্যাড লাইটের ব্যবস্থা থাকলে গরমের দাপট কম থাকতো। ফুটবল গোলের খেলা। গোল হলে দর্শকরা আনন্দ পেতো। দুর্ভাগ্য আমরা গোল পাইনি। ’

শেখ জামালের পুরনো খেলোয়াড়রা দল ছাড়ার বিষয়টিও উঠে আসে প্রেস কনফারেন্সে। কোচ বলেন, ‘আমাদের টিম ভেঙে চুরমার হয়ে গেছে। পুরনো খেলোয়াড়দের মনে জিদ ছিল। তাদের প্রতিজ্ঞা ছিল আমরা গোল খাবো না, গোল দেবো। সামনের ম্যাচগুলোতে আমরা জ্বলে উঠবো। ’

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
এমএএএম/এইচএ/

** নিস্তব্ধতা ভেঙে পরিপূর্ণ রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম
** ময়মনসিংহে শেখ জামাল-চ. আবাহনী ম্যাচ ড্র

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।