ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অবসরে ইংলিশ মিডফিল্ডার মিলনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
অবসরে ইংলিশ মিডফিল্ডার মিলনার জেমস মিলনার-ছবি:সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ড জাতীয় দলের হয়ে আর খেলবেন না মিডফিল্ডার জেমস মিলনার। ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) এক ঘোষণায় এমনটি জানানো হয়।

পরিবারকে আরও বেশি সময় দিতেই ৩০ বছর বয়সী এ তারকার এমন সিদ্ধান্ত।

সম্প্রতি ইউরো ২০১৬ তে বাজে পারর্ফম করে ইংল্যান্ড। যেখানে দলটিকে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়। আর হারের প্রভাব এসে দলের বেশ কয়েকজন ফুটবলারের ওপর পড়ে। ধারণা করা হচ্ছে এমন কারণেও অবসরে যেতে পারেন মিলনার।

৩০ বছর বয়সী মিলনার ২০০৯ সালে ইংলিশদের জাতীয় দলে অভিষিক্ত হন। তিনি দলের হয়ে ৬১টি ম্যাচ খেলেছেন। তবে জাতীয় দলে অবসর নিলেও ক্লাব লিভারপুলের হয়ে খেলে যাবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ০৬ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।