ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সা ছেড়ে রোমার পথে ভারমেইলেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
বার্সা ছেড়ে রোমার পথে ভারমেইলেন ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনায় দুই মৌসুমের ‘লড়াইয়ের’ ইতি টানতে যাচ্ছেন থমাস ভারমেইলেন। সাবেক আর্সেনাল অধিনায়ককে ইতালিয়ান ক্লাব রোমায় মেডিকেল পরীক্ষার অনুমতি দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

ন্যু ক্যাম্প অধ্যায়ের শেষটাই দেখে ফেলছেন ত্রিশ বছর বয়সী এ সেন্টার ব্যাক।

রোমা কোচ লুসিয়ানো স্প্যালেত্তি এরই মধ্যে ভারমেইলেনকে দলে ভেড়ানোর ইতিবাচক বিবৃতি দিয়েছেন। অন্যদিকে, রোববার (৭ আগস্ট) নিজেদের অফিসিয়াল টুইটার পেজে বেলজিয়ান তারকার ইতালির রাজধানীতে মেডিকেল পরীক্ষার ঘোষণা দিয়েছে বার্সা।

কাতালানদের হয়ে খেলোয়াড়ী জীবনটা ভারমেইলেনের জন্য মোটেই সুখকর নয়। দু’বছর আগে আর্সেনাল থেকে পাঁচ বছরের চুক্তিতে বার্সায় যোগ দিয়েছিলেন। ইনজুরি, ফিটনেস সমস্যা আর ফর্মহীনতায় প্রথম মৌসুমে মাত্র একটি ম্যাচেই তাকে মাঠে দেখা যায়।

উরুর ইনজুরিতে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে মৌসুমের শেষ লিগ ম্যাচে তার ‍অভিষেকের অপেক্ষা শেষ হয়। ২০১৫-১৬ মৌসুমেও তার প্রথম একাদশে সুযোগের সংগ্রাম চোখে পড়ার মতোই। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে (লা লিগায় ১০টি) দলের রক্ষণভাগ সামলান। এর মধ্যে ১৫টি ম্যাচে তাকে শুরুর একাদশে রাখেন কোচ লুইস এনরিক।

নতুন মৌসুম সামনে রেখে উদীয়মান ফ্রেঞ্চ ডিফেন্ডার স্যামুয়েল উমতিতিকে দলে টেনেছে বার্সা। এতেই এনরিকের প্রথম পছন্দের টিমে ভারমেইলেনের থাকাটাও হুমকির মুখে পড়ে। তার বার্সা ছাড়াটা এখন সময়ের ব্যাপার মাত্র!

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।