ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পিছিয়ে থেকেও ম্যানসিটিকে হারালো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
পিছিয়ে থেকেও ম্যানসিটিকে হারালো আর্সেনাল

ঢাকা: মূল মৌসুমে মাঠে নামার আগে নিজেদের ভালো করে ঝালিয়ে নিতে লড়াইয়ে নেমেছিল ইংলিশ দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি আর আর্সেনাল। এগিয়ে থেকেও ৩-২ গোলের পরাজয় মানতে হয় ম্যানসিটিকে।

পেপ গার্দিওলার অধীনে মাঠে নামা সিটিজেনদের হয়ে মাঠে নামেন সার্জিও আগুয়েরো, ইহেনাচো, রাহিম স্টারলিং, নোলিতো, ডি ব্রুইন, ফ্যাবিয়ান, পাবলো জাবালেতা, ইয়াইয়া তোরে, গঞ্জালেজদের মতো তারকারা। অপরদিকে আর্সেন ওয়েঙ্গারের শিষ্য হিসেবে আর্সেনালের হয়ে মাঠে ছিলেন চেম্বারলেইন, থিও ওয়ালকট, অ্যারন রামসে, সান্তি কাজোরলা, অ্যালেক্সিজ সানচেজরা।

ম্যাচের ৩০ মিনিটের মাথায় আর্জেন্টাইন তারকা আগুয়েরো ম্যানসিটিকে লিড পাইয়ে দেন। স্টারলিংয়ের অ্যাসিস্ট থেকে আগুয়েরোর একমাত্র গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটিজেনরা। তবে, বিরতির পর ঘুরে দাঁড়ায় আর্সেনাল। গানারদের হয়ে প্রথম গোলটি করেন অ্যালেক্স ওবি। থিও ওয়ালকটের সহায়তায় ওবি গোল করলে ম্যাচে সমতা ফেরে।

৭৩ মিনিটের মাথায় লিড নেয় আর্সেনাল। গানারদের সেরা তারকা সানচেজের অ্যাসিস্ট থেকে দলের দ্বিতীয় গোলটি করেন ওয়ালকট। ৮৬ মিনিটের মাথায় কাজোরলার অ্যাসিস্ট থেকে আর্সেনালকে গোল পাইয়ে দেন চুবা আকপম। ফলে, ৩-১ গোলের লিড নেয় গানাররা।

৮৮ মিনিটে গঞ্জালেজের সহায়তায় গোল করেন ম্যানসিটির ইহেনাচো। ফলে, হারের ব্যবধান কমে আসে। বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-২ এর ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘন্টা, আগস্ট ০৮, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।