ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নেইমারদের ফের হোঁচট, জয়ে ফিরলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
নেইমারদের ফের হোঁচট, জয়ে ফিরলো আর্জেন্টিনা ছবি: সংগৃহীত

ঢাকা: দেশবাসীকে আবারো হতাশ করলো ব্রাজিল! ঘরের মাটিতে অধরা অলিম্পিক শিরোপা জয়ের মিশনে টানা দ্বিতীয় ম্যাচে ড্রয়ের হতাশায় ডুবেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোপা আমেরিকার পর অলিম্পিকেও প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ার শঙ্কা চোখ রাঙানি দিচ্ছে সেলেকাওদের।

অন্যদিকে, পর্তুগালের বিপক্ষে হারের পর জয়ের ধারায় ফিরেছে আর্জেন্টিনা। ইরাকের সঙ্গে গোলশূন্য ড্র করে ব্রাজিল। আর আলজেরিয়ার বিপক্ষে আলবিসেলেস্তেদের জয়টি ২-১ ব্যবধানের। দুই লাল কার্ডে দু’দলই দশজনের দলে পরিণত হয়।  প্রথমার্ধের যোগ করা সময়ে আর্জেন্টাইন ডিফেন্ডার ভিক্টর কুয়েস্তা ও ৬৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডের আওতায় পড়েন আলজেরিয়ান ডিফেন্ডার আইয়ুব।

ব্রাজিলের বিপক্ষে ইরাক দাঁড়াতে পারবে কিনা ম্যাচ শুরুর আগে এটিই ছিল আলোচনায়। কিন্তু পুরো নব্বই মিনিট জুড়ে গোলের জন্য নেইমারদের চোখেমুখে হাহাকারই ফুটে ‍উঠে। শেষ পর্যন্ত স্বাগতিকদের স্তব্ধ করে ড্রয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে পেলের উত্তরসূরিরা। ‘এ’ গ্রুপের অপর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়েছে ডেনমার্ক।

আরেক লাতিন পরাশক্তি আর্জেন্টিনা অবশ্য সমর্থকদের আস্থা রেখেছে। পর্তুগিজদের বিপক্ষে ২-০ গোলে হেরে টুর্নামেন্টের শুরুতেই বড় এক ধাক্কাই খায় আগামীর মেসি-ডি মারিয়ারা। রিও ডি জেনিরোর অলিম্পিক স্টেডিয়ামে আলজেরিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে ঘুঁরে দাঁড়িয়েছে শিরোপার অন্যতম দাবিদাররা।

প্রথমার্ধে দু’দলের কেউই জালের দেখা পায়নি। বিরতির পরই আর্জেন্টিনাকে লিড এনে দেন তরুণ অ্যাতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোরেয়া। ৬৪ মিনিটে আলজেরিয়ানদের সমতায় ফেরান মিডফিল্ডার সোফিয়ান বেন্ডেবকা। ছয় মিনিট বাদেই আর্জেন্টাইনদের জয়সূচক গোল উপহার দেন সাওলো পাওলোর ২২ বছর বয়সী ফরোয়ার্ড জোনাথন কালেরি।

অপর ম্যাচে হন্ডুরাসকে ২-১ ব্যবধানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখে পর্তুগাল। আগামী  বুধবার (১০ আগস্ট) ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে তারা আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে। একই দিন হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দু’টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

পরদিন সকাল ৭টায় পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ডেনমার্ক চ্যালেঞ্জ মোকাবেলা করবে ব্রাজিল। অঘটনের শিকার হলে কোপা আমেরিকার পর অলিম্পিকের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাবে ‘ফুটবলের দেশ’। ভাবা যায়!

অন্যান্য ম্যাচের ফলাফল: জার্মানি ৩-৩ দক্ষিণ কোরিয়া, জাপান ২-২ কলম্বিয়া, সুইডেন ০-১ নাইজেরিয়া, ফিজি ১-৫ মেক্সিকো।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।