ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সেভিয়ার মুখোমুখি তারকা শূন্য রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
সেভিয়ার মুখোমুখি তারকা শূন্য রিয়াল ছবি:সংগৃহীত

ঢাকা: নতুন মৌসুমে উয়েফা সুপার কাপের মধ্যে দিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। ইউরোপা লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন সেভিয়ার মুখোমুখি হবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ী জিনেদিন জিদানের শিষ্যরা।

এ ম্যাচে অবশ্য লস ব্লাঙ্কসরা পাচ্ছে না সেরা দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলকে। এ দুইজন ছাড়াও দলে নেই টনি ক্রুস, কেইলর নাভাস ও পেপে। করিম বেনজেমাকে নিয়েও শঙ্কায় রয়েছে রিয়াল।

উয়েফা সুপার কাপটি খেলা হয় চ্যাম্পিয়নস লিগ জয়ী ও ইউরোপা লিগ জয়ীর মাঝে। সোমবার নরওয়ের ত্রোন্দহাইমে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় (মঙ্গলবার, ৯ আগস্ট)।

হাঁটুর ইনজুরিতে ভোগা পর্তুগাল অধিনায়ক রোনালদোর নেতৃত্বে সর্বশেষ ইউরো ২০১৬’র চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে শিরোপা উদযাপন করে দলটি। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে ফরাসি ফুটবলার দিমিত্রি পায়েতের বাজে ট্যাকেলের কারণে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যান সিআর সেভেন। পরে প্রাক-মৌসুমে কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। আর ২১ আগস্ট থেকে শুরু হওয়া লা লিগার প্রথম ম্যাচেও তার ব্যাপারে নিশ্চিত নন কোচ জিদান।

এদিকে ওয়েলস তারকা বেল, জার্মানির মিডফিল্ডার ক্রুস আর পর্তুগালের ডিফেন্ডার পেপে ম্যাচ খেলার মতো অবস্থায় নেই। গোলরক্ষক নাভাস গত জুনে অ্যাকিলিসে অস্ত্রোপচার করিয়েছেন। মাঠে ফিরতে তারও দেরি হবে। এছাড়া, ফরাসি তারকা বেনজেমা মাঠে নামার মতো ফিট নন। তাই সেরা একাদশ ছাড়াই মাঠে নামতে হচ্ছে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়ালকে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ০৯ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।