ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দ্যুতি ছড়ালেন দাউদা

এম.আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
দ্যুতি ছড়ালেন দাউদা ছবি:অনিক খান-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে: ৩৪ নম্বর জার্সিধারী ফুটবলার। প্রথমবারের মতো খেলতে এসেছেন ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)।

  গাম্বিয়া থেকে দিন পাঁচেক আগে উড়ে এসেছেন ঢাকায়। সেখান থেকে দল রহমতগঞ্জের সঙ্গে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে।

 

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দ্যুতি ছড়িয়েছেন গাম্বিয়ান এ স্ট্রাইকার। তার বা পায়ের কারুকার্যের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বিপিএল কভার করতে ঢাকা থেকে আসা মিডিয়া কর্মীরাও। দুর্দান্ত পারফরম্যান্স করেই সবার নজর কেড়েছেন এ ফুটবলার।

 

খেলার দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটের মাথায় ডি বক্সের বাইরে থেকে বাঁপায়ের দুর্দান্ত শটেই দাউদা পরাভূত করেছেন বারিধারার গোলরক্ষকে। নিজে গোল করার এক মিনিট পরেই আবারো আক্রমণ থেকে পেনাল্টি বক্সের মধ্যে বল বানিয়ে দিয়েছিলেন দাউদা সিসে।

এ যাত্রায় গোল না পেলেও পুণরায় একক প্রচেষ্টায় প্রতিপক্ষের গোলবারে ঢুকে পড়েন তরুণ এ স্ট্রাইকার। কিন্তু তার শট গোলপোস্টের বাইরে দিয়ে চলে যাওয়ায় নিজের দ্বিতীয় গোলের সুযোগ হাতছাড়া হয় তার।

উত্তর বারিধারার বিপক্ষে গোটা ৯০ মিনিটেই জ্বলে ছিলেন এ ফুটবলার। আরো ভাল করতে চান পরবর্তী ম্যাচগুলোতে। ম্যাচ শেষে বাংলানিউজের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে দাউদা বলেন, ‘ভাল খেলাই আমার লক্ষ্য। এ নিয়েই বাংলাদেশের সবচেয়ে বড় আসরে খেলতে এসেছি। প্রতিটি ম্যাচেই আমার ক্লাবের জন্য নিজের সেরাটা উপহার দিতে চাই। আমার পারফরম্যান্সে আমি খুশি। ’

দলকে আরো অনেক কিছুই দেয়ার আছে দাউদার এমনটিই মনে করেন কোচ কামাল আহমেদ বাবু। বাংলানিউজকে তিনি বলেন, সবেমাত্র ও আমাদের সঙ্গে যোগ দিয়েছে। এ ম্যাচে দাউদা ভাল খেলেছে। তবে আমি মনে করি ও শতভাগ ভাল খেলতে পারেনি। ওর আরো ভালো খেলার সামর্থ রয়েছে। ’

দাউদার পাশাপাশি এদিন উত্তর বারিধারার সঙ্গে বেশ দাপটের সঙ্গেই খেলেছেন কঙ্গোর স্ট্রাইকার জুনাপিও। এদিন কোন দেশি ফুটবলার গোল করতে না পারলেও দাউদা ও জুনাপিও গোল দু’টি করেছেন। এ নিয়ে জানতে চাইলে দাউদা বলেন, ‘গোল ভাগ্যের বিষয়। ’

দাউদা আর জুনাপিওদের পারফরম্যান্সে ভর করেই দেশের জায়ান্ট কাবগুলোকে হটিয়ে আলোচনায় উঠে এসেছে রহমতগঞ্জ। চার ম্যাচ শেষে রহমতগঞ্জের পয়েন্ট ৮। ঢাকা আবাহনী ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে পয়েন্ট তালিকায় যৌথভাবে তারা শীর্ষে অবস্থান করছেন।

বাংলাদেশ সময় ২০৫৭ ঘন্টা, আগষ্ট ১০, ২০১৬

এমএএএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।