ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফেনীর বিপক্ষে শেখ জামালের সহজ জয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
ফেনীর বিপক্ষে শেখ জামালের সহজ জয় ছবি: অনিক খান

ময়মনসিংহ থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নিজেদের পঞ্চম ম্যাচে ফেনী সকার ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে তারা এই জয় তুলে নিয়েছে।

আর এই জয়ে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এলো শেখ জামাল। তাদের চেয়ে একম্যাচ কম খেলে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে মুক্তিযোদ্ধা সংসদ ও সমান সংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
বৃহস্পতিবার (১১ আগস্ট) রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কিক-অফের শুর থেকেই ফেনীকে চাপে রাখে মোহাম্মদ ইয়াসিনরা। ম্যাচের বয়স যখন ৩ মিনিট তখন এমেকার এগিয়ে দেয়া বল থেকে এনামুল ফেনীর জালে বল জড়িয়ে শেখ জামালকে ১-০ তে এগিয়ে দেন।

ম্যাচের একেবারে শুরুতেই পিছিয়ে পড়ে হতবিহবল ফেনী সকার সমতায় ফিরতে পুরো প্রথমার্ধ একের পর এক আক্রমণের পসরা সাজিয়ে ঝাঁপিয়ে পড়ে শেখ জামাল সীমানায়। কিন্তু তাদের প্রতিটি আক্রমণই ইয়াসিনদের রক্ষণদুর্গে প্রতিহত হলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় কোচ লাডি বাবা লোলার শিষ্যরা।

বিরতি থেকে ফিরে শেখ জামালের আক্রমণভাগ যেন আরও উজ্জ্বল হয়। বিরতি থেকে ফেরার চার মিনিটের মাথায় এমেকা ২-০ তে ব্যবধান বাড়ান।

এখানেই শেষ নয়, এমেকার পর ৭৩ মিনিটে ওয়েডসন ফেনীর জালে বল ঠেলে স্কোর লাইন ৩-০ তে নিয়ে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় ফেনী।

তবে ৮১ মিনিটে মো: পারভেজ শেখ জামালের জালে বল জড়ালে ৩-১ এ ব্যবধান কমিয়ে  মাঠ ছাড়ে ফেনী সকার ক্লাব।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ১১ আগস্ট ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।