ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘দিস ইজ এমেকা স্টাইল’

এম.আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
‘দিস ইজ এমেকা স্টাইল’ ছবি: অনিক খান

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে: নাইজেরিয়ান ফুটবলার এমেকা ডার্লিংটন। মাথা গরম এক ফুটবলার।

খেলছেন ঘরোয়া ফুটবলের জায়ান্ট কিলার ক্লাব শেখ জামালের হয়ে। ৯ নম্বর জার্সিধারী দীর্ঘদেহী এ ফুটবলার কারণে-অকারণেই নাকি চটে যান!

এমনকি মাঠে নিজ দলের কেউ খারাপ পারফর্ম করলে সহজেই মানতে পারেন না তিনি।

এ নিয়ে প্রশ্ন উঠলে দলীয় কোচ মাসুদ কায়সার পারভেজও বললেন, ‘এমেকা ডার্লিংটন ও ওয়েডসন দু’জনই অনেক বেশি সেন্টিমেন্টাল। কেউ খারাপ করলেও মানতে পারেন না। পরাজয় ওরা একেবারেই পছন্দ করতে পারে না। ’

চট্টগ্রাম পর্বে একটি ম্যাচে লাল কার্ড পেয়েছিলেন এমেকা। কিন্তু ময়মনসিংহ পর্বে বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিরেই চেনা ছন্দ যেন পেয়ে বসেছিলেন দলের নির্ভরযোগ্য এ তারকা স্ট্রাইকার।

ফেনীর সঙ্গে বল বানিয়ে গোল করানোতেই ক্ষান্ত ছিলেন না তিনি। নিজেও গোল করেছেন দ্বিতীয়ার্ধের চার মিনিটের মাথায়। প্রতিপক্ষের পেনাল্টি বক্স থেকে দুর্দান্ত একটি শটে গোল করে দলকে এগিয়ে নিয়েছেন এই এমেকাই।

তার এ গোলে ফেনীর সঙ্গে ব্যবধান বেড়ে উন্নীত হয় ২-০ তে। আর এ গোল করার পরই এমেকা মেতে উঠেন অন্য রকম উচ্ছ্বাসে।

প্রতিপক্ষের জাল থেকে বল এনে নিজের জার্সির ভেতর ভরে স্টেডিয়ামের ভিআইপি গ্যালারির সামনে সতীর্থদের সঙ্গে শরীর দুলিয়েছেন। আবার নিজের দু’হাতের ইশারায় প্রতিপক্ষকে নাকানি-চুবানিরও ইঙ্গিত দিয়েছেন। গোটা ম্যাচজুড়েই আলো ছড়িয়েছেন এ বিদেশি ফুটবলার।

এমেকার দেখানো পথেই যেন হেঁটেছেন দলটির আরেক বিদেশি ওয়েডসন। এদিন গোল করেছেন তিনিও।

এমেকার পাস থেকেই ওয়েডসন টোকা দিয়ে ফেনীর জালে বল জড়ান। ফলে স্কোর লাইন গিয়ে ঠেকে ৩-০ তে।

এ গোলের পর আবারো এমেকা, ওয়েডসন, এনামুলসহ আরেক ফুটবলার ভিআইপি গ্যালারির সামনে প্রতিপক্ষকে ফিনিশ করার ইঙ্গিত দিয়েছেন।

বিদেশি ফুটবলারদের এমন স্টাইল নজর কেড়েছে দর্শকদেরও। অনেকের মুখ থেকেই এ সময় উচ্চারিত হয়েছে ‘দিস ইজ এমেকা স্টাইল। ’

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, আগষ্ট ১১, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।