ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পরাজয়ে শুরু বর্তমান চ্যাম্পিয়নদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
পরাজয়ে শুরু বর্তমান চ্যাম্পিয়নদের

ঢাকা: গত মৌসুমে রূপকথার জন্ম দিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল লিচেস্টার সিটি। এই মৌসুমের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচেই ২-১ গোলে হালসিটির বিপক্ষে হেরে বসলো বর্তমান চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠ কিংস্টন কমুনিকেশন স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আতিথ্য দিয়ে লজ্জাই উপহার দেয় এবারে ইংলিশ প্রিমিয়ারে উঠে আসা হালসিটি।

এ ম্যাচে হারের ফলে নতুন রেকর্ড লেখা হয়েছে ইংলিশ লিগের জমজমাট আসরটিতে। এর আগে ১৯৮৯ সালে সে সময়ের চ্যাম্পিয়ন আর্সেনালকে উদ্বোধনী দিনের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড হারিয়ে দিয়েছিল। এরপর এই প্রথম কোনো ইংলিশ চ্যাম্পিয়ন পরের মৌসুমে হার দিয়ে লিগ শুরু করল।

ম্যাচের প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে লিড নেয় স্বাগতিক হালসিটি। আদামা দিওমান্দের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি। বিরতির পর পরই ম্যাচে ফেরে ক্লদিও রানিয়েরির লিচেস্টার সিটি। ৪৭ মিনিটে পাওয়া পেনাল্টির সুযোগ থেকে সমতাসূচক গোলটি করেন গত মৌসুমে দুর্দান্ত খেলে দলকে চ্যাম্পিয়ন করা রিয়াদ মাহরেজ।

তবে, লিচেস্টার সেই সমতা ধরে রাখতে সময় পায় মাত্র ১০ মিনিট। খেলার ৫৭ মিনিটের মাথায় দ্বিতীয়বারের মতো লিড নেয় হালসিটি। স্কটিশ মিডফিল্ডার রবার্টের গোলে ২-১ এ লিড নেয় স্বাগতিকরা। আর এই স্কোরেই জয় নিয়ে মাঠ ছাড়ে হালসিটি।

বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, ১৪ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।