ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নিজেকে সিংহ মনে করেন ইব্রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
নিজেকে সিংহ মনে করেন ইব্রা জ্লাতান ইব্রাহিমোভিচ-ছবি:সংগৃহীত

নিজের প্রশংসা করতে কখনোই লজ্জাবোধ করেন না ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। এবার নিজেকে সিংহ দাবি করলেন ৩৫ বছর বয়সী এ তারকা। যেখানে তিনি তার সমালোচনা ও বয়সকে থোড়াইকেয়ার করেন। 

ইব্রা তার অসাধারণ ফুটবল ক্যারিয়ারকে কিংবদন্তি, রাজা, ঈশ্বর ও ইন্ডিয়ানা জোন্সের সঙ্গে তুলনা করেছেন।

গত রোববার লিগ কাপের ফাইনালে সাউদাম্পটনকে ৩-২ ব্যবধানে হারায় ম্যানইউ।

যেখানে দুটি গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইব্রা। ওয়েম্বলির ফাইনালে তার করা শেষ মুহূর্তের গোলেই জয় নিশ্চিত হয়। এর ফলে প্যারিস সেন্ট জার্মেই থেকে ফ্রি ট্রান্সফার ফি’তে রেড ডেভিলসে এসে এখন পর্যন্ত সব প্রতিযোগিতায় ২৬টি গোল করেছেন।

ইব্রা বলেন, ‘আমি এখানে কি এনেছি? আমি একটি প্যাকেজ এনেছি। অন্য ক্লাবগুলোতে খেলে আমি এখানে প্রচুর অভিজ্ঞতা এনেছি। আমার যত অর্জন সবই এনেছি। আমি একজন ব্যক্তিকে এনেছি, যা আমি নিজেই। ’

তিনি আরও বলেন, ‘আমি একটা পশু। আমি নিজেকে সিংহ মনে করি। একটা সিংহ জন্ম নেয় সিংহ হয়েই। এটার মানে আমি একটা সিংহ। নিজেকে আমি দারুণ উপভোগ করি। অনুশীলনে আমি কঠোর পরিশ্রম করি। ’

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।