ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চীন জয় শেষে দেশে ফিরেছে টাইগ্রেসরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
চীন জয় শেষে দেশে ফিরেছে টাইগ্রেসরা ছবি: সংগৃহীত

পাঁচটি প্রস্তুতি ম্যাচের একটিতে হার, একটি ড্র আর বাকি তিনটি বড় জয় দিয়ে চীন মিশন শেষ করে দেশে ফিরেছে লাল-সবুজের মেয়েরা। নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) পৌঁছে।

চীন সফরের শেষ প্রস্তুতি ম্যাচে চাইনিজ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল দলের বিপক্ষে বুধবার (২৬ এপ্রিল) মাঠে নেমেছিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দল। শেষ ম্যাচেও সহজ জয় পায় টাইগ্রেসরা।

চীনের সাংসি প্রদেশের জিয়ানের অলিম্পিক স্পোর্টস ভিলেজের মাঠে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়। ৩-১ গোলের সহজ জয় তুলে নেয় মেয়েরা।

প্রথম ম্যাচে হার, একটি ড্র বাদে সবগুলো ম্যাচই দুর্দান্ত খেলেছে কোচ গোলাম রাব্বানী ছোটনের ছাত্রীরা।

সেপ্টেম্বরে থাইল্যান্ডে এএফসি কাপের চূড়ান্ত পর্বের প্রস্তুতি হিসেবে চীন সফর করে মেয়েরা। সবমিলিয়ে ভালো প্রস্তুতিই হয়েছে টাইগ্রেসদের।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ২৭ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।