ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চার মাস পর লা লিগায় বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
চার মাস পর লা লিগায় বেল গ্যারেথ বেল / ছবি: সংগৃহীত

২০১৭-১৮ মৌসুমে নিজেদের প্রথম লিগ ম্যাচ দিয়ে গ্যারেথ বেলের একটা অপেক্ষার অবসান হতে যাচ্ছে! দীর্ঘ চার মাস পর লা লিগায় ফিরছেন ওয়েলস তারকা। স্প্যানিশ লিগে তার সবশেষ ম্যাচটি গত ২৩ এপ্রিলের এল ক্লাসিকো।

বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হেরে যাওয়া ম্যাচটিতে পায়ের ইনজুরিতে ভোগেন ২৮ বছর বয়সী বেল। এরপর মৌসুমের বাকি লিগ ম্যাচগুলোতে আর খেলা হয়নি।

বলা বাহুল্য, সান্তিয়াগো বার্নাব্যুতে সেদিন ছিল লিওনেল মেসি শো! অন্তিম মুহূর্তে স্বাগতিকদের হতাশায় ডুবিয়ে বার্সার জার্সিতে ৫০০তম গোল উদযাপন করেন আর্জেন্টাইন আইকন।

লম্বা বিরতির পর লা লিগায় ফিরলেও অন্যান্য প্রতিযোগিতায় খেলে আসছেন বেল। রিয়ালের হয়ে প্রাক মৌসুমের ব্যস্ততা শেষে উয়েফা সুপার কাপ (ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে) ও স্প্যানিশ সুপার কাপ জিতে ছন্দে ২৮ বছর বয়সী এ উইঙ্গার। অবশ্য সবশেষ ম্যাচে বার্সার বিপক্ষে সুপার কাপের দ্বিতীয় লেগে স্কোয়াডে থাকলেও তাকে মাঠে নামাননি কোচ জিনেদিন জিদান।

স্বাগতিক দেপোর্তিভো লা করুণার বিপক্ষে মৌসুমের প্রথম লিগ ম্যাচটিতে বেলের শুরুর একাদশে থাকার সম্ভাবনা জোরালো। নিষেধাজ্ঞার কারণে ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতি আক্রমণভাগে তার কাঁধে দায়িত্বটা থাকবে বেশি। সঙ্গে আছেন করিম বেনজেমা। ইতোমধ্যেই ১৯ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

রোববার (২০ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ২টায় ম্যাচটি শুরু হবে। এর দু’ঘণ্টা আগে ন্যু ক্যাম্পে রিয়াল বেটিসকে আতিথ্য দেবে ইনিয়েস্তা-সুয়ারেজবিহীন বার্সা।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ২০ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।