ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাদার্সের প্রথম জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
ব্রাদার্সের প্রথম জয় ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ব্রাদার্স।

মঙ্গলবার (২২ আগস্ট) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অগাস্টিন ওয়ালসনের একমাত্র গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারায় ব্রাদার্স। নতুন কোচ নিকোলাস ভিতোরোভিচের অধীনে এটাই তাদের প্রথম জয়।

সার্বিয়ান এই কোচের এটাই ছিল প্রথম অ্যাসাইনমেন্ট।

ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৭১তম মিনিটে এগিয়ে যায় ব্রাদার্স। মোহাম্মদ রনির থ্রু পাস থেকে হাইতির ফরোয়ার্ড অগাস্টিনের জোরালো শট মুক্তিযোদ্ধার জালে জড়ায় (১-০)। তার একমাত্র গোলেই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

পূর্ণ তিন পয়েন্ট পাওয়ায় ৫ ম্যাচে ব্রাদার্সের পয়েন্ট ৫। এর আগে দুটি ম্যাচে হারলেও দুটি ম্যাচ ড্র করেছিল ব্রাদার্স। এদিকে, সমান ম্যাচ খেলে মুক্তিযোদ্ধার পয়েন্ট ৬। তৃতীয় হারের স্বাদ পাওয়া দলটি দুটি ম্যাচ জিতেছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ২২ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।