ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চার ম্যাচের চারটিতেই জিতলো বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
চার ম্যাচের চারটিতেই জিতলো বার্সা চার ম্যাচের চারটিতেই জিতলো বার্সা

লা লিগার ম্যাচে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। অপেক্ষাকৃত দুর্বল দল গেটাফের বিপক্ষে বার্সার জয়টি ২-১ ব্যবধানে। গেটাফের মাঠেই নেমেছিল আর্নেস্টো ভালভারদের দলটি।

দলের প্রাণভোমরা লিওনেল মেসি-লুইস সুয়ারেজরা গোল না পেলেও ডেনিস সুয়ারেজ আর ব্রাজিল তারকা পাওলিনহোর গোলে পিছিয়ে থেকেও জয় তুলে নেয় বার্সা।

এই জয়ের ফলে নতুন মৌসুমের চারটি ম্যাচেই জয় পেল বার্সা।

প্রথমার্ধে মেসি-সুয়ারেজের সাথে আক্রমণভাগে যোগ দিয়েছিলেন নতুন রিক্রুট উসমান দেম্বেলে। তবে, প্রথমার্ধে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় কাতালানদের। ম্যাচের ৩৯ মিনিটের মাথায় শিবাস্কির গোলে লিড নেয় স্বাগতিক গেটাফে।

১-০ তে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামে মেসি বাহিনী। দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিটে ইনিয়েস্তার বদলি হিসেবে নামা ডেনিস সুয়ারেজ বার্সাকে সমতায় ফেরান। রবার্তোর অ্যাসিস্ট থেকে গোলটি করেন এই স্প্যানিশ তারকা।

খেলার ৮৪তম মিনিটে মেসির সহায়তায় দলের জয়সূচক গোলটি করেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার পাওলিনহো। আর্জেন্টাইন আইকনের বাড়ানো বলে ডানদিক থেকে কোনাকুনি শটে গেটাফের জালে বল জড়ান এই মৌসুমেই চীনের ক্লাব ছেড়ে বার্সায় যোগ দেওয়া পাওলিনহো। ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।