ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চেলসি-আর্সেনাল ম্যাচে লাল কার্ডের উত্তাপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
চেলসি-আর্সেনাল ম্যাচে লাল কার্ডের উত্তাপ ছবি: সংগৃহীত

স্ট্যামফোর্ড ব্রিজে গোলশূন্য ড্রয়ে নিষ্পত্তি হলো চেলসি ও আর্সেনালের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ। শেষদিকে ডেভিড লুইজের সরাসরি লাল কার্ডে দশজনের দলে পরিণত হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচে ছড়ায় উত্তেজনা। কিন্ত শেষ পর্যন্ত দু’দলকেই পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়।

বল দখলের লড়াইয়ে লন্ডনের দুই প্রতিদ্বন্দ্বী ক্লাবের পজিশন ছিল সমানেসমান। প্রথমার্ধে দু’দলই গোলের সুযোগ নস্যাৎ করে।

প্রথমার্ধে স্বাগতিক চেলসির তুলনায় এগিয়ে ছিল আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। অ্যারন রামসির শট লাগে পোস্টে। ফিরতি বল পেয়ে এতো কাছ থেকেও ফিনিশিং টানতে না পারার হতাশায় ডোবেন ফ্রেঞ্চ স্ট্রাইকার আলেক্সান্দ্রে লাকাজেত। ফলে লিড নিতে ব্যর্থ গানাররা।

একক প্রচেষ্টায় স্বাগতিকদের এগিয়ে দেওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন পেদ্রো রদ্রিগেজ। সাবেক বার্সা ফরোয়ার্ডকে নিরাশ করেন চেলসিরই সাবেক অভিজ্ঞ গোলরক্ষক পিটার চেক। দ্বিতীয়ার্ধের শুরু থেকে উত্তেজনায় তুলনামূলক ঘাটতি ছিল বটে।

দুই দলের দুই তারকা ইডেন হ্যাজার্ড ও আলেক্সিস সানচেজ বদলি হিসেবে নামলেও ম্যাচের ভাগ্য পরিবর্তন করতে পারেননি। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে সিড কোলাসিন্যাককে (লেফটব্যাক) আক্রমণাত্মক ট্যাকল করেন চেলসি সেন্টারব্যাক ডেভিড লুইজ। সরাসরি লাল কার্ড প্রদর্শন করে বসেন রেফারি। শেষ সময়টায় একজন কম নিয়েই খেলতে হয় ব্লুজদের।

পয়েন্ট টেবিলে শীর্ষ দশের ‍বাইরে আর্সেনাল। ভাবা যায়! পাঁচ ম্যাচ শেষে মাত্র ২ জয়, ১ ড্র ও ২ পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে অবস্থান ১২তম। তিন পয়েন্ট এগিয়ে তিনে অ্যান্তোনিও কন্তের চেলসি। সমান পয়েন্টে গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ১৩।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।