ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদোর বিদায়ে দুর্বল হয়েছে রিয়াল: মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
রোনালদোর বিদায়ে দুর্বল হয়েছে রিয়াল: মেসি রোনালদোর জুভেন্টাসে চলে যাওয়া অবশ্য বিস্মিত করেছে মেসিকে-ছবি: সংগৃহীত

রিয়াল আর রোনালদো যেন একই সূত্রে গাথা দুটি নাম ছিল। দলের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, প্রাণ ইত্যাদি আরও কতোকিছু। কিন্তু পর্তুগিজ অধিনায়ক চলে যাওয়ার পর এই রিয়াল মাদ্রিদকে ‘কম শক্তির দল’ হিসেবে দেখছেন রোনালদোর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি।

তবে মেসি এও জানিয়ে দিয়েছেন, রোনালদোর নতুন ঠিকানা জুভেন্টাস এবারের চ্যাম্পিয়নস লিগে ‘পরিস্কার ফেভারিট’।

রোনালদোর রিয়ালে নয় বছরে লিগ প্রতিদ্বন্দ্বী ছিলেন মেসি।

কিন্তু বার্সেলোনার আইকনিক এ তারকা মনে করেন, স্প্যানিশ শীর্ষ লিগে তাকে এখন কিছুটা মুক্ত হয়ে খেলতে হবে।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো নতুন মৌসুমের শুরুতেই সবাইকে অবাক করে পাড়ি জমান ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে। ১১২ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিনি তুরিনের ক্লাবটি জায়গা করে নেন।

এদিকে মেসি বিশ্বাস করেন, রোনালদো না থাকায় লা লিগায় তার দল বার্সা বেশ সুবিধে পাবে। কিন্তু চ্যাম্পিয়নস লিগে জুভিরা কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন।

কাতালুনিয়া রেডিওতে এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম সেরা একটি ক্লাব। আর তাদের আছে সেরা স্কোয়াড। তবে এটা সত্যি রোনালদোর অনুপুস্থিতিতে রিয়ালের শক্তি কিছুটা খর্ব হয়েছে। কিন্তু চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাস পরিস্কার ফেভারিটের তকমা পেয়েছে। ’

রোনালদোর এভাবে চলে যাওয়া অবশ্য বিস্মিত করেছে মেসিকে, ‘এটা আমাকে বিস্মিত করেছে। আমি কখনোই ভাবিনি মাদ্রিদ ছেড়ে সে জুভেন্টাসে যোগ দেবে। প্রচুর দল ছিল যারা পেতে চেয়েছিল তাকে। ’

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ০৪ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।