ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

শীর্ষে ফিরলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
শীর্ষে ফিরলো ম্যানসিটি শীর্ষে ফিরলো ম্যানসিটি

মাত্র তিনদিন আগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষেই জয় পেয়েছিলো ম্যানচেস্টার সিটি। একই ফল এলো আবারও। 

শনিবার (২০ এপ্রিল) ইতিহাদ স্টেডিয়ামে ১-০ গোলে জিতে স্বাগতিক সিটি। গত বছরের অক্টোবরে টটেনহ্যামের মাঠেও একই ব্যবধানে জিতেছিল দলটি।

জিতলেই পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাবে সিটি, এই লক্ষ্যে খেলতে নেমে দুর্দান্ত শুরু করে দলটি। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটেই গোল করে এগিয়ে যায় তারা। বের্নার্দো সিলভার দূর থেকে নেওয়া পোস্ট বরাবর ক্রসে হেডে আরেক পোস্টে বল বাড়িতে দেন সার্জিও আগুয়েরো। পাল্টা হেডে লিগে নিজের প্রথম গোলটি করেন তরুণ ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন।

৩৮তম মিনিটে মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে চোট পেয়ে মাঠ ছাড়েন। তার অসাধারণ নৈপুণ্যেই বুধবার টটেনহ্যামের বিপক্ষে বড় জয় পায় সিটি।  

বিরতি থেকে ফিরেও বলের দখল বেশিরভাগ সময়ই নিজেদের কাছে রাখে সিটি। একাধিকবার চেস্টা করেও আর কোনো গোলের দেখা পায়নি দলটি। তেমন সুযোগ পায়নি টটেনহ্যামও। শেষ পর্যন্ত এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যান সিটি।
    
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
এমকেএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।