ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চলে গেলেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি গোয়ো বেনিতো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
চলে গেলেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি গোয়ো বেনিতো

পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার গোয়ো বেনিতো। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে গ্যালাকটিকো কর্তৃপক্ষ। তারকা এ ডিফেন্ডারের বয়স হয়েছিল ৭৩।

বেনিতো ১৯৬৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত রিয়ালের হয়ে সব মিলিয়ে ৪২০টি ম্যাচ খেলেন। মাঝে অবশ্য কয়েক বছরের জন্য ধারে রায়ো ভায়োকানোতে খেলেছিলেন।

তবে ক্যারিয়ারে রিয়াল ছাড়া আর কোথাও চুক্তি করেননি তিনি।
 
রক্ষণভাগের এই ফুটবলার ১৯৪৬ সালের ২১ অক্টোবর স্পেনের পুয়েন্তো দেল আরজোবিসপে জন্ম গ্রহণ করেন। ১৬ বছর বয়সে যোগ দেন রিয়াল মাদ্রিদের একাডেমিতে।
 
ছোটবেলা থেকেই শারীরিক গড়নের কারণে এগিয়ে থাকা এ ডিফেন্ডার প্রতিপক্ষের ফরোয়ার্ডারদের জন্য অলঙ্ঘনীয় এক দেয়ালের মতো ছিলেন। তিনি লস ব্ল্যাঙ্কোসদের হয়ে ৬টি লিগ ও ৫টি কোপা দেল রে শিরোপা জেতেন।
 
গোয়ো বেনিতো স্প্যানিশ জাতীয় দলের হয়েও খেলেছেন। ১৯৭১ থেকে ১৯৭৮ পর্যন্ত তিনি লা রোহাদের হয়ে ২২টি ম্যাচে প্রতিনিধিত্ব করেন।
 
বাংলাদেশ সময়: ০২৫৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।