ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

করোনায় বেলজিয়ান লিগ বাতিল, চ্যাম্পিয়ন ক্লাব ব্রুজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
করোনায় বেলজিয়ান লিগ বাতিল, চ্যাম্পিয়ন ক্লাব ব্রুজ ক্লাব ব্রুজ

বেলজিয়ান প্রো লিগের ২০১৯/২০ মৌসুম শেষ হতে বাকি ছিল আর এক ম্যাচ। তবে তার আগেই লিগ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোর মধ্যে সবার আগে লিগ বাতিলের সিদ্ধান্ত নিল প্রো লিগ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে ক্লাব ব্রুজকে।

দ্বিতীয় স্থানে থাকা গেন্টের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১৫।  

চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য প্লে-অফ হওয়ার কথা থাকলেও প্রো লিগ জানিয়েছে, ১৫ এপ্রিল সাধারণ পরিষদের এক সভায় আলোচনার পর ক্লাব ব্রুজের হাতে শিরোপা তুলে দেওয়া হবে।  সঙ্গে আলোচনা হবে রেলিগেশন এবং প্রোমোশনের ব্যাপারেও।  

এছাড়া আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের জন্য কোয়ালিফাই করবে ক্লাব ব্রুজ।  

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।