ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এখনই অবসর নয়, আরও ২ বছর খেলবেন ৪২ বছরের বুফন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
এখনই অবসর নয়, আরও ২ বছর খেলবেন ৪২ বছরের বুফন জিয়ানলুইজি বুফন

গত জানুয়ারিতে ৪২ বছরে পা রেখেছেন জিয়ানলুইজি বুফন। তার বয়সে অনেক ফুটবলার বুটজোড়া চিরতরে তুলে রেখে পরিবারের সঙ্গে অবসর সময় কাটায়। নয়তো নেমে পড়ে কোচিং ক্যারিয়ারে। কিন্তু বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি গোলরক্ষক যে সবার থেকে একটু আলাদা তা ইতোমধ্যে প্রমাণ করেও দিয়েছেন। 
 

বুফন অবসরে যাবেন কবে? এই প্রশ্নকে আরেকবার বুড়ো আঙুল দেখিয়ে জুভেন্টাসের সঙ্গে ফের নতুন চুক্তি করতে যাচ্ছেন ‘গিগি’। করোনা ভাইরাস লকডাউনের পরই তুরিনের বুড়িদের সঙ্গে আরও এক বছরের  নতুন চুক্তি করবেন বুফন।

আর তা হলে পেশাদার ক্যারিয়ারের ২৭তম মৌসুম খেলবেন তিনি।  

জুভেন্টাসের সঙ্গে বুফনের শীগগিরই নতুন চুক্তি করতে যাওয়ার বিষয়টি জানিয়েছে ইতালিয়ান ক্রীড়া মাধ্যম তুত্তোস্পোর্ট। গণমাধ্যমটির দাবি, তুরিনে ২০২১ সাল পযর্ন্ত থাকবেন বুফন।  ৪৪ বছর বয়সেও গোলপোস্টের নিচে দাঁড়ানোর ইচ্ছে আছে তার।  

সাবেক দুই আজ্জুরি সতীর্থ ফাবিও কানাভারো এবং ফ্রান্সিসকো টট্টির সঙ্গে ২০০৬ বিশ্বকাপ জিতেছিলেন বুফন। বয়স প্রায় কাছাকাছি হলেও কানাভারো-টট্টি বুটজোড়া তুলে রেখেছেন বহু আগে 

টট্টি মনে করেন, জুভেন্টাস না থামালে বুফন ৫০ বছর বয়সে গিয়েও খেলবেন। সাবেক রোমা অধিনায়ক বলেন, ‘আমি আপনাকে বলতে পারি, গিগি ৫০ বছর বয়স পযর্ন্ত খেলতে চায়। কিন্তু সে আর দুই বা তিন মৌসুম খেলতে পারে। ’

সাবেক সতীর্থ টট্টির সঙ্গে গলা মিলিয়েছেন ব্যালন ডি’অরজয়ী কানাভারোও, ‘সে (বুফন) থামতে চায় না। কিন্তু তারা (জুভেন্টাস) তাকে থামাবে। ’ 

টট্টি তো ৫০ বছরের কথা বলেছেন। তবে বুফনের স্বপ্নের কথা শুনলে ৫০ বছরকে নেহায়েৎ সংখ্যা ছাড়া কিছুই মনে হবে না। গত বছর ৪১ বছরে পা দেওয়ার পর পিএসজি থেকে এক মৌসুম পর ফের তুরিনে ফেরা গোলরক্ষক জানিয়েছিলেন, ৮০ বছর বয়সেও খেলে যাওয়ার কথা।  

তখন লা স্টাম্পা নামের এক গণমাধ্যমকে বুফন বলেন, ’৪১ বছর বয়সেও আমি স্বপ্ন দেখি। ’ 

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।