ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘হ্যান্ড অব গড’ যদি করোনা দূর করে দিত: ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
‘হ্যান্ড অব গড’ যদি করোনা দূর করে দিত: ম্যারাডোনা দিয়েগো ম্যারাডোনা

করোনা ভাইরাসের কারণে ক্ষতির পরিমাণ এই মুহূর্তে মাপা কষ্টকর। তবে করোনা আবার দিয়েগো ম্যারাডোনাকে এক দিক থেকে বাঁচিয়ে দিয়েছে! কোভিড-১৯ এর কারণে আর্জেন্টিনার সব ধরনের ফুটবল লিগ বাতিল করা হয়েছে। এছাড়া কোনো দলের অবনমন হবে না বলে জানিয়ে দেওয়া হয়। আর শীর্ষ লিগে ম্যারাডোনার কোচিংয়ে খেলা হিমনাসিয়া অবনমন অঞ্চলের কাছাকাছি ছিল। তাই লোকে এখন মুখে মুখে বলছে, নতুন হ্যান্ড অব গড ফুটবল ঈশ্বরকে বাঁচিয়ে দিল।

এর আগে মেক্সিকোতে ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল করেও রেফারি ধরতে না পারায় বিখ্যাত হয়েছিলেন ম্যারাডোনা। পরে সেই গোলটিকে হ্যান্ড অব গড হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল।

আর মাঠ থেকে কান্না নিয়ে বিদায় ঘটে ইংলিশদের।

এদিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের এমন সিদ্ধান্তে খুশিই হয়েছেন ম্যারাডোনা। তবে তিনি জানান, আরও কঠিন কোনো শক্তি যদি কোভিড-১৯ মহামারিকে শেষ করে দিত।

ম্যারাডোনা বলেন, ‘আমাদের সঙ্গে যা হয়েছে, মানুষ তাকে নতুন হ্যান্ড অব গড বলছে। তবে আজ আমি করোনা ভাইরাস রোধে ঈশ্বরের ঐ হাত দেখতে চাই। যাতে করে মানুষ তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারে। সুস্থ ও শান্তিতে বাঁচতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।