ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসিদের লিগ ফেরার অনুমতি পেল ৮ জুন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মে ২৪, ২০২০
মেসিদের লিগ ফেরার অনুমতি পেল ৮ জুন ছবি: সংগৃহীত

অবশেষে বিশ্বের জনপ্রিয় ক্লাব ফুটবল আসর স্প্যানিশ লা লিগা ফেরার অনুমতি পেয়েছে। এ ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন খোদ স্পেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। আগামী ৮ জুন লিওনেল মেসিদের এই লিগ ফের চালু করার ব্যাপারে তিনি জানিয়েছেন।

লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস অবশ্য আগামী ১২ জুন-কে লিগ ফেরার সম্ভাব্য তারিখ হিসেবে ইঙ্গিত দিয়েছিলেন। যেখানে সেভিয়া ও রিয়াল বেতিসের মধ্যকার ডার্বি ম্যাচের কথা বলা হয়েছিল।

তবে সরকারের পক্ষ থেকে নির্দেশ আসায় এখন নতুনভাবে চিন্তা করতে হবে।

এক ঘোষণায় সানচেস বলেন, ‘যেটা হওয়ার উচিত ছিল স্পেন সেটাই করেছে। স্পেনে নতুন দিগন্ত উন্মোচিত হল। এখন সময় এসেছে সবকিছু ফিরিয়ে আনার। ৮ জুন থেকে লা লিগা ফিরবে। ’

এর আগে প্রণঘাতী করোনা ভাইরাসের কারণে গত ১২ মার্চ লা লিগা স্থগিত হয়। তবে পরিস্থিতি শিথিল হওয়ায় দুই মাস পর গত ৮ মে থেকে এককভাবে অনুশীলনে শুরু করে লা লিগার ক্লাবগুলো। গত সপ্তাহ থেকে গ্রুপ অনুশীলন শুরু করে দলগুলো।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ২৪, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।