ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শেখ জামালকে জিততে দিল না পুলিশ 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
শেখ জামালকে জিততে দিল না পুলিশ  ছবি: শোয়েব মিথুন

তিন তিনবার এগিয়ে যাওয়ার পরও বাংলাদেশ পুলিশের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই নিয়ে টানা চার ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হলো শফিকুল ইসলাম মানিকের শিষ্যদের।

 

রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে শেখ জামাল। এর আগে ঢাকা আবাহনী, বসুন্ধরা কিংস ও বারিধারার বিপক্ষে ড্র করেছিল তিনবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।  

সোমবার (২২ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১০ম মিনিটে পা ওমর জোবের গোলে এগিয়ে যায় শেখ জামাল। ৩৩তম মিনিটে মাঝমাঠ থেকে চোখ ধাঁধানো ফ্রি-কিকে বাংলাদেশ পুলিশকে সমতায় ফেরান মুরোলিমজোন আখমেদভ।  

৪০তম মিনিটে আতাবেক ভালিদজানোভের গোলে ফের এগিয়ে যায় শেখ জামাল। এবারও তাদেরকে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি পুলিশ। প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে ফ্রেদেরিক পুদার গোলে সমতায় ফেরে তারা।  

ছবি: শোয়েব মিথুনবিরতি থেকে ফিরে আবারও গোলের দেখা পায় শেখ জামাল। ৪৯তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন সলোমন কিং কানফর্ম। কিন্তু মানিকের শিষ্যদের দুর্ভাগ্য, ২০ মিনিট পরেই বাংলাদেশ পুলিশকে সমতায় ফেরান মোহাম্মদ জুয়েল।  

টানা চার ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে পয়েন্ট তালিকার তিনে নেমে গেছে শেখ জামাল। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৯। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে বাংলাদেশ পুলিশ। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে আবাহনী।  

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
ইউবি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।