ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পল স্মলিকে আরও দুই বছরের জন্য চায় বাফুফে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
পল স্মলিকে আরও দুই বছরের জন্য চায় বাফুফে

ভারতে অনুষ্ঠিতত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মত কোচের দায়িত্ব পালন করেছেন পল স্মলি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে টেকনিক্যাল ডিরেক্টরের পদে আছেন পল।

এরপর ২৫ জুলাই থেকে পাঁচ আগস্ট ভারতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে তার অধীনে ফাইনালে খেলেছে বাংলাদেশ দল।

কোচ হিসেবে শুরুতেই পল স্মলির সাফল্য সকলের নজর কেড়েছে। এই কারণে পল স্মলিকে আরও দুই বছরের জন্য টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে থাকার প্রস্তাব দিয়েছে বাফুফে।  

এবারের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিয়মিত অনেক ফুটবলারই ছিলেন না। ক্লাবের দায়িত্ব পালনের জন্য জাতীয় দলে খেলতে পারেননি তারা। ফলে এবারের দলে ছিলেন বাফুফে এলিট একাডেমির ফুটবলাররা। এলিট একাডেমির বয়স ভিত্তিক দল নিয়ে বেশ কিছুদিন থেকেই কাজ করছেন পল স্মলি। তার অধীন দলের উন্নতি হচ্ছে বলে মনে করে বাফুফে। ফলে আজ (০৮ আগস্ট) বাফুফে ডেভলপমেন্ট কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।