কিছুদিন আগেই নিজেদের বিশ্বকাপরে জার্সি উন্মোচন করেছে আর্জেন্টিনা। এবার বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে অ্যাওয়ে জার্সি উন্মোচন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
যার ক্যাপশনে লেখা ছিল, আমাদের অধিনায়ক লিওনেল মেসির হাত ধরে আমরা বিশ্বকাপের জন্য হোম জার্সির বিকল্পটি (অ্যাওয়ে) উপস্থাপন করছি। এগিয়ে চল আর্জেন্টিনা।
হোম জার্সির তুলনায় অ্যাওয়ে জার্সিটি নজর কেড়েছে সমর্থকদের। আকাশি-নীলের বাইরে এবারই বেগুনি রঙের জার্সি ব্যবহার করবে আলবিসেলেস্তেরা। লিওনেল মেসিদের এই জার্সিতে বেগুনির পাশাপাশি সিলভার রঙের ছায়াও থাকছে।
জার্সির ডানপাশে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও বাঁপাশে অ্যাডিডাসের লোগো রয়েছে। এ দুটি লোগো সিলভার রঙে রাখা হয়েছে। এছাড়া কাঁধে বেগুনি রঙের ছায়ায় তিনটি স্ট্রাইপ রয়েছে।
এর আগে গত ৮ জুলাই ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রথম দল হিসেবে নিজেদের অফিসিয়াল হোম জার্সি উন্মোচন করে আর্জেন্টিনা। সে জার্সিতে অবশ্য খুব বেশি পরিবর্তন আনা হয়নি।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
এআর