ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ছাউনির ওপর হাঁটছিলেন রোগী, ছুটে গিয়ে রক্ষা করলেন শাহিন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
ছাউনির ওপর হাঁটছিলেন রোগী, ছুটে গিয়ে রক্ষা করলেন শাহিন

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের একতলার ছাউনির ওপর মাথায় ব্যান্ডেজরত অস্ত্রোপচারের এক রোগী হাঁটছিলেন। এ দৃশ্য দেখে জরুরি বিভাগের নিচে থাকা লোকজনের চিৎকার চেঁচামেচি।

ভয়াবহ কোনো দুর্ঘটনা ঘটার আগেই ছাউনির ওপরে উঠে সে রোগীকে ধরে ওয়ার্ডে নিয়ে যান হাসপাতালের দৈনিক মজুরিতে নিয়োগপ্রাপ্ত শাহীন।

সোমবার (২৭ মার্চ) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

গাজীপুরের কালীগঞ্জ এলাকার বাসিন্দা রোগী জাহাঙ্গীর হোসেন। গত শুক্রবার (২৪ মার্চ) দেশের বাড়িতেই ঝামেলার কারণে তার মাথায় আঘাত করা হয়। সেদিন থেকেই হাসপাতালে জরুরি বিভাগের দ্বিতীয় তলায় ২০১ নম্বর ওয়ার্ডের এক নম্বর বেডে অস্ত্রোপচারের পর চিকিৎসাধীন আছেন।

হাসপাতালে তার স্ত্রীর নাজমুর নাহার নাজমা জানান, শুক্রবারে হাসপাতালে আসার পরপরই তার স্বামীর অস্ত্রোপচার হয়। তখন থেকেই হাসপাতালে ভর্তি আছে তার স্বামী জাহাঙ্গীর। হঠাৎ দুপুরের দিকে সে বলে বাথরুমে যাবে। পরে বাথরুমে গিয়ে আর বের হচ্ছে না। পরে দেখা যায় বাথরুমের ফাঁকা জায়গা দিয়ে ওই টিনের ছাউনির উপর চলে যায়। পরে হাসপাতালে লোকজন তাকে উদ্ধার করে।

এদিকে জরুরি বিভাগে একাধিক ব্যক্তিরা জানান, রোগীর কোনো সেন্স নেই। সে ছাউনির ওপরে হাঁটছিলেন। শাহিন নামে ওই যুবক দ্রুত ছাউনির ওপর না গেলে রোগী নিচে পড়ে যেতো।

এদিকে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক ঘটনার বিস্তারিত শুনে শাহীনকে ধন্যবাদ জানান। পাশাপাশি ওয়ার্ডে থাকা স্বজনদের অনুরোধ করেন রোগীর প্রতি খেয়াল রাখতে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।