নীলফামারী: সৈয়দপুরে অভ্যর্থনা কর্মীকে যৌন হেনস্তার অভিযোগে সোহেলা রানা (৩৫) নামে এক ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের মতির মোড় এলাকার তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পরদিন বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, উপজেলার বঙ্গবন্ধু সড়কে সান ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে তিনি গত ১২ আগস্ট থেকে অভ্যর্থনাকর্মী হিসেব যোগদান করেন। তার পরের দিন থেকে ওই ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক সোহেল রানা তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত মঙ্গলবার বেলা ৩টার দিকে তাকে নিজের কক্ষে ডেকে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। পরে তিনি সেখান থেকে বের হয়ে তার স্বামীকে বিষয়টি জানান।
তারা ওই রাতেই থানায় সোহেল রানার নামে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ রানাকে আটক করে থানায় নিয়ে আসে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ওই ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক সোহেল রানার নামে অভ্যর্থনাকর্মী বাদী হয়ে অভিযোগ করেন। তার অভিযোগের সত্যতা পাওয়ায় সোহেলকে নারী ও শিশু নির্যাতন আইনের গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এসএএইচ