ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ভিসির পদত্যাগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৪
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ভিসির পদত্যাগ ডা. এ জেড এম মোস্তাক হোসেন। 

রাজশাহী: পদত্যাগ করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য (ভিসি) ডা. এ জেড এম মোস্তাক হোসেন।  

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জ্যেষ্ঠ সচিব বরাবর সোমবার (২ সেপ্টেম্বর) তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।

রামেবির জনসংযোগ কর্মকর্তা ও সেকশন অফিসার জামাল উদ্দীন মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়েই রামেবি ভিসি পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্রে এই কারণটিই ছাড়া অন্য কিছু উল্লেখ করা হয়নি। এখন মন্ত্রণালয় থেকেই এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীতে এখন অস্থায়ী কার্যালয়েই রামেবির কার্যক্রম চলছে। স্থায়ী ক্যাম্পাস গড়ে তুলতে জমি অধিগ্রহণ কার্যক্রম চলছে।

এর আগে ২০২১ সালের ২৭ মে ডা. এ জেড এম মোস্তাক হোসেনকে চার বছরের জন্য রামেবির ভিসি নিয়োগ দেয় সরকার। তিনি ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক। ছাত্রজীবনে তিনি রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগ শাখার রাজনীতিতে জড়িত ছিলেন। ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি অফিসে অনুপস্থিত ছিলেন। এরপর থেকে ডা. এ জেড এম মোস্তাক হোসেনকে পদত্যাগ করানোর জন্য রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মাঝেমধ্যেই তার দপ্তরে যাচ্ছিলেন।

সর্বশেষ রোববার (১ সেপ্টেম্বর) তার দপ্তরে গিয়ে ডা. এ জেড এম মোস্তাক হোসেনকে পাননি শিক্ষার্থীরা। আর এরপরই তিনি নিজের পদত্যাগপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জ্যেষ্ঠ সচিব বরাবর পাঠান।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।