ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

শনিবার বিশ্ব হার্ট দিবস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১২
শনিবার বিশ্ব হার্ট দিবস

ঢাকা: শনিবার বিশ্ব হার্ট দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘এক বিশ্ব, এক ঘর, এক হৃদয়’।



বাংলাদেশসহ বিশ্বের ১০০টি দেশ দিবসটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করে থাকে। স্বাস্থ্য মন্ত্রণালয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিবছর দিনটি গুরুত্ব সহকারে পালন করে। এ উপলক্ষে জনসচেতনতা বাড়াতে সেমিনার, সিম্পোজিয়াম এবং র্যালির করা হয়।

এ মুহূর্তে বিশ্বব্যাপী হৃদরোগ এক নম্বর মরণঘাতক হিসেবে চিহ্নিত। হৃদরোগে আক্রান্ত হয়ে বছরে প্রায় ১৭ দশমিক ১ মিলিয়ন লোক মারা যায় । মূলত উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, অতিরিক্ত ওজন, ধূমপান ও অনিয়ন্ত্রিত জীবনযাপনই হৃদরোগের মূল কারণ।

দিবসটি উপলক্ষে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসাপাতাল পরিবার পর্যায়ে হার্ট ক্যাম্পিং, শিশুদের জন্যে চিত্রাংকন প্রতিযোগিতা, অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, র‌্যালি, সেমিনার ও ইএসএমআর হার্ট থেরাপির উদ্বোধন করবে।

বাংলাদেশ সময় : ১৫০৫  ঘণ্টা , সেপ্টেম্বর ২৮, ২০১২
আরআর/এমএন/সম্পাদনা : শাহেদ হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।