ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ বাড়ানোর নির্দেশ কেন নয়: হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১২

ঢাকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ বাড়ানোর নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

জনস্বার্থে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো.ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।



গত রোববার হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার ওমর সাদাত।

আদালতে ওমর সাদাত নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলামিন সরকার।

অর্থ সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ওমর সাদাত সাংবাদিকদের জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১১ সালে একটি রিপোর্টে প্রকাশ করে। ওই রিপোর্টে অনুযায়ী, প্রত্যেক দেশের নাগরিকদের স্বাস্থ্যের জন্য মাথাপিছু ৪৪ ডলার বরাদ্দ করতে হবে। কিন্তু বাংলাদেশ তার নাগরিকদের জন্য বরাদ্দ দেয় মাত্র ২১ ডলার। এমনকি পার্শ্ববর্তী দেশ মালদ্বীপ ৩৫৫, ভূটান ৯১ ও শ্রীলংকা ৬৫ ডলার খরচ করে।  

প্রসঙ্গত, সংবিধানের ১৮ অনুচ্ছেদ অনুযায়ী, “জনগণের পুষ্টির স্তর-উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলিয়া গণ্য করিবেন। ”

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ১৬,২০১২
এমইএস/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।