ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

কামরাঙ্গীরচরে ভেজাল ইনজেকশন-ওষুধসহ গ্রেপ্তার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
কামরাঙ্গীরচরে ভেজাল ইনজেকশন-ওষুধসহ গ্রেপ্তার ৪ ভেজাল ইনজেকশন-ওষুধসহ গ্রেপ্তার ৪

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে ভেজাল ইনজেকশনসহ ভেজাল ওষুধ প্রস্তুত ও বিক্রি চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ লালবাগ বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ২৬৫ প্যাকেট ভেজাল ইনজেকশনসহ পুরোনো ব্যবহৃত বিভিন্ন চিকিৎসাসামগ্রী জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- মো. মাঈন উদ্দীন ঘরামি (৪০), মো. সবুজ (৪৫), মো. বাচ্চু (২৬) ও মো. চান মিয়া (৭০)।  

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে কামরাঙ্গীরচর থানাধীন আলীনগর বাজার চৌরাস্তা এলাকায় ভেজাল ওষুধ বিক্রির একটি চক্রকে ধরতে অভিযান চালানো হয়। অভিযানে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সহযোগী ১২-১৩ জন কৌশলে পালিয়ে গেছেন।

গ্রেপ্তারদের কাছ থেকে ৯০ প্যাকেট Rhophylac 300, Human anti-D (Rh), Immunoglobulin, Switzerland ইত্যাদি লেখা ভেজাল ইনজেকশন, ১৭৫টি G-PETHIDINE Injection (PETHIDINE HYDROCHLORIDE BP), গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস ইত্যাদি লেখা ভেজাল ওষুধ ও পুরোনো ব্যবহৃত বিভিন্ন চিকিৎসাসামগ্রী জব্দ করা হয়।  
এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতকদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তাররা ভেজাল ওষুধ প্রস্তুত ও বিক্রি চক্রের সক্রিয় সদস্য। তারা ব্যবহৃত ইনফিউশন সেট/ট্রান্সফিশন সেটগুলো বিভিন্ন হাসপাতাল ও ভাঙারির দোকান থেকে সংগ্রহ করে নতুন করে পলিথিনে প্যাকেটজাত করে মিটফোর্ডে ওষুধ মার্কেটে বিক্রি করতেন।  

গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
এমএমআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।