ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

‘দেশেই ক্যান্সারের বিশ্বমানের চিকিৎসা হচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৩
‘দেশেই ক্যান্সারের বিশ্বমানের চিকিৎসা হচ্ছে’

ঢাকা: দেশেই এখন ক্যান্সারের বিশ্বমানের চিকিৎসা হচ্ছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দেশের চিকিৎসকরা আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করে ক্যান্সারের টিকিৎসা দিচ্ছেন।

ইউনাইটেড হসপিটাল, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালসহ সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ক্যান্সার রোগের চিকিৎসা ব্যবস্থা অনেক আধুনিক। তবে এখনো এই চিকিৎসা ব্যয়বহুল।

ক্যান্সার দিবস উপলক্ষ্যে শনিবার বিকেলে রাজধানীর বারিধারা বসুন্ধরা আবাসিক এলাকার ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে দৈনিক কালের কণ্ঠ ও ইউনাইটেড হসপিটালের যৌথ আয়োজনে ‘বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা–বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

গোলটেবিল আলোচনায় ক্যান্সার পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি করণীয় সম্পর্কে মানুষকে সচেতন করার কথা বলা হয়। আলোচনায় অংশ নেওয়া বিশেষজ্ঞরা বলেন, মানুষ সচেতন হলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশেই কমে যায়। দেশে দেশে ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী অধ্যায়ের সূচনা হয়েছে। ক্যান্সারের চিকিৎসা খুবই ব্যয়বহুল। তবে সচেতনতা তৈরি হলে এই সমস্যা মোকাবেলা করা যাবে।

বক্তারা বলেন, সরকারকে সবকিছুর সমন্বয় করতে হবে। সাংবাদিকদেরকেও এ ব্যপারে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে হবে। চিকিৎসা ব্যবস্থার সমস্যার পাশাপাশি ইতিবাচক দিকটাও তুলে ধরার আহবান জানান বক্তারা।  

দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনাইটেড হসপিটালের ক্লিনিক্যাল অপারেশন্স বিভাগের পরিচালক ডা. দবির উদ্দিন আহমেদ। আলোচনায় অংশগ্রহণ করেন ইউনাইটেড হসপিটালের ক্যান্সার কেয়ার সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. শান্তনু চৌধুরী, বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতালের পরিচালক অধ্যাপক এম এ হাই, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের   (এনআইসিআরএইচ) পরিচালক অধ্যাপক ডা. মোল্লা ওবায়দুল্লাহ বাকী, বাংলাদেশ অনকোলজি ক্লাবের মহাসচিব অধ্যাপক শরিফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক রওশানারা ফিরোজ, নাট্যকার শহীদুজ্জামান সেলিম, কবি কাজী রোজী, সানোফি বাংলাদেশের মেডিক্যাল অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্সের পরিচালক ডা. মোহাম্মদ আবেদিন খান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগীয় প্রধান অধ্যাপক মোশাররফ হোসেন, ইউনাইটেড হসপিটালের ক্যান্সার কনসালট্যান্ট ডা. ফেরদৌস শাহরিয়ার সাইদ, বাংলাদেশ প্যালিয়েটিভ অ্যান্ড সাপোর্টিভ কেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও প্যালিয়েটিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. রুমানা দৌলা,  এনআইসিআরএইচের অধ্যাপক গোলাম মোস্তফা, আশিক ফাউন্ডেশনের চেয়ারপার্সন সালমা চৌধুরী, নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোল্লা আবদুল ওহাব প্রমুখ।

এ সময় ইংরেজি দৈনিক ডেইলি সান সম্পাদক আমীর হোসেন, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপনন) বিদ্যুৎ কুমার ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় : ০৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৩
এমআইআর/সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।