ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বিএসসি ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের বিক্ষোভ সমাবেশ সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৩

ঢাকা:  বি.এস.সি ইন হেলথ টেকনোলজি (ডেন্টাল) স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।



এছাড়া, সংবাদ সম্মেলনে তারা ৫ দফা দাবির ঘোষণা দিয়েছেন।

তাদের প্রথম দাবি, বর্তমান সিলেবাসের আলোকে কোর্সটির নাম পরিবর্তন করে ব্যাচেলর অব ডেন্টিস্ট্রি অথবা বি, এস, সি ইন ডেন্টিস্ট্রি করতে হবে।

দ্বিতীয় দাবি, এ কোর্সটিকে বি.এম.ডি.সি কর্তৃক অনুমোদিত করে পাশ করার পর প্র্যাকটিস রেজিস্ট্রেশন দিতে হবে।

তৃতীয় দাবি, সব সরকারি ও স্বায়্ত্তশাসিত হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানে পদ সৃষ্টি করে এরইমধ্যে যারা পাশ করেছেন তাদের নিশ্চিত ভবিষ্যতের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

চতুর্থ দাবি, সারা দেশে সব বিশ্ববিদ্যালয়ে অভিন্ন নাম ও সিলেবাসে কোর্স পরিচালনা করতে হবে।

পঞ্চম দাবি, ৪ বছর একাডেমিক ও ১ বছর ইন্টার্নশিপ চালু করতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বি.এস.সি ইন হেলথ টেকনোলজি (ডেন্টাল) স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আবুল মানছুর ও সদস্য সচিব আরাফাত হায়দার।

সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে। তারা বলেছেন, আমরা টেকনেশিয়ান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে সর্টিফিকেট পাই। এটা সম্পূর্ণ মিথ্যা। আমাদের কোর্সটি ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদ কর্তৃক পরিচালিত ও বিশ্ববিদ্যালয় কর্তৃক সর্টিফিকেট দেওয়া হয়। এটি কোনো টেকনেশিয়ান কোর্স নয়, সম্পূর্ণরূপে প্র্যাকটিশনার কোর্স। ’

সংবাদ সম্মেলনে কয়েকশ’ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
    
বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৩
এমআইআর/ সম্পাদনা: মীর সানজিদা আলম ও কামরুননাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।