ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ইউনাইটেড হসপিটালে আন্তর্জাতিক নার্সেস দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৯ ঘণ্টা, মে ১৩, ২০১৩

ঢাকা: নার্সিং পেশাকে উদ্বুদ্ধ করার জন্য সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিবারের মতো এবারও ইউনাইটেড হসপিটালে পালিত হল আর্ন্তজাতিক নার্সেস দিবস।

আধুনিক নার্সিং এর পথ প্রদর্শক ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন উপলক্ষ্যে প্রতি বছর ১২ মে আন্তর্জাতিক নার্সেস দিবস পালন করা হয়।



এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘ক্লোজিং দ্যা গ্যাপ: মিলেনিয়াম ডেভলপমেন্ট গোল’।

দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন র্কমসূচির মধ্যে ছিল ইউনাইটেড হসপিটালের বিভিন্ন ডিপার্টমেন্টে নার্স, ডাক্তার ও কর্মকর্তাদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি গুলশান ২ নম্বর চত্বর থেকে শুরু হয়ে হসপিটালে এসে শেষ হয়।

এছাড়াও কেক কাটা, মিষ্টিমুখ, শপথ গ্রহণ, আলোচনা অনুষ্ঠান, এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে ইউনাইটেড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান বলেন, “নার্স স্বাস্থ্য সেবার মূল্যবান অংশ । কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গির প্রতিবন্ধকতার কারণে আমাদের দেশের মেয়েরা নার্সিং পেশায় আসতে চায় না। শুধু আমাদের দেশেই নয় বাইরের দেশেও দক্ষ এবং অভিজ্ঞ  নার্সদের অনেক চাহিদা রয়েছে। এই দৃষ্টিভঙ্গি দূর করে এই পেশায় আসতে হবে। ”

নার্সিং পেশাকে ছোট করে না দেখে এ মহৎ পেশাকে সমর্থন ও সম্মান প্রদর্শনের আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বাংলাদেশ সময়: ০৪৩২ ঘণ্টা, মে ১৩, ২০১৩
এমআইআর/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।