ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রাঙামাটিতে ১১৪টি চিকিৎসক পদ শূন্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জুন ১৮, ২০১৩
রাঙামাটিতে ১১৪টি চিকিৎসক পদ শূন্য

রাঙামাটি: রাঙামাটি জেলায় মোট অনুমোদিত ১৭৫টি চিকিৎসক পদ থাকলেও বর্তমানে তার ১১৪টি পদই খালি রয়েছে।

এরমধ্যে জেলায় কর্মরত ৬১ জন চিকিৎসক থেকে ৬ জনকে উচ্চতর শিক্ষাকোর্সে মনোনীত করা হয়েছে।

তাই পর্যাপ্ত স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে চিকিৎসক পদায়ন আবশ্যক হয়ে পড়েছে।

মঙ্গলবার বিকেল তিনটার দিকে জেলা সিভিল সার্জনের পক্ষে সিনিয়র স্বাস্থ্য শিশু কর্মকর্তা সুপতি রঞ্জন চাকমা জেলা পরিষদের মাসিক সভায় এ তথ্য দেন।

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৩
সম্পাদনা: মাহমুদুল ইসলাম ও সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।