ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

কুড়িগ্রাম সদর হাসপতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৩

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায়  উন্নীতকরণের লক্ষ্যে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য মো. জাফর আলী ও স্বাস্থ্য-পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজ উদ্দীন নতুন ৮ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।



রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শাহাদত হোসেনের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জেলা প্রশাসক এ বি এম আজাদ, সিভিল সার্জন ডা. লোকমান হাকিম, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মণ্ডল প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ব ব্যাংকের অর্থায়নে গণপূর্ত বিভাগ ৩২ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী কুড়িগ্রাম সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পটি বাস্তবায়ন হতে যাচ্ছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে কুড়িগ্রাম জেলার ২১ লাখ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৩    
এসআই/এডিবি/ eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।