ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

যাত্রা শুরু করলো অম্রন হেলথকেয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪
যাত্রা শুরু করলো অম্রন হেলথকেয়ার ছবি: প্রতীকী

ঢাকা: দেশে যাত্রা শুরু করলো আর্ন্তজাতিক মানের স্বাস্থ্য সেবা সামগ্রী কোম্পানি অম্রন হেলথ কেয়ার।

এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হেলথ কেয়ারের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
উন্নত প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিয়ে যেতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

অম্রন হেলথকেয়ার কমিউনিটি ক্লিনিকগুলোর জন্যে ২ হাজার ব্লাড প্রেসার মনিটর মেশিন এবং এক হাজার ব্লাড সুগার মনিটর মেশিন প্রদান করে।  

অম্রন হেলথকেয়ারের চিফ এক্সিকিউটিভ অফিসার কিচিরো মিয়াতার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মাহমুদুল হাসান প্রমুখ।

এর আগে একই স্থানে সেভ দ্য চিলড্রেন আয়োজিত ‘পলিসি ডিসকাসন অন ইনক্রিজিং স্কিলড অ্যাটেনডেনস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মা ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে।

 তিনি বলেন, সমন্বিতভাবে কাজ করলে এ ক্ষেত্রে আরও অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব।
 
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।