ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নালিতাবাড়ীতে আসের্নিক রোগীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, মে ২৯, ২০১৪
নালিতাবাড়ীতে আসের্নিক রোগীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে আসের্নিক মুক্ত নিরাপদ পানির উৎস স্থাপন ও আসের্নিক রোগে আক্রান্ত রোগীদের সরকারি চিকিৎসা সেবা এবং সুযোগ সুবিধার দাবিতে মাবনবন্ধন করেছে আসের্নিক রোগীরা।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কারিতাস ময়মনসিংহ অঞ্চলের সহযোগিতায় নালিতাবাড়ী শহরের স্থানীয় শহীদ মিনার চত্বরের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


 
কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আসের্নিক কর্মসূচির মনিটরিং কর্মকর্তা ক্লডিয়া নকরেক- এর নেতৃত্বে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আর্সেনিক রোগে আক্রান্ত রোগী এবং কারিতাসের বিভিন্ন র্পযায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ।

মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকছেছুর রহমান লেবু, শিক্ষক আসাদুজ্জামান, শ্রমিক নেতা আ. হান্নান তুলা, কারিতাসের আসের্নিক প্রকল্পের সুপারভাইজার আ. সালাম, মাট্যিয়াস নকরেক, রাহাত, ও টিউনিস দ্রং হিলারী রং প্রমুখ।

এ সময় বক্তরা কয়েকটি দাবি তুলে ধরেন, দাবিগুলো হলো:

১। সরকারিভাবে প্রাপ্ত পানির উৎসগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে দরিদ্র আসের্নিক রোগীদের মধ্যে বিতরণ করা।

২। বিকল্প পানির উৎস হিসেবে সরকারিভাবে স্থাপিত অর্কাযকর রিংওয়েল এবং নলকূপগুলোকে ব্যবহার উপযোগী করা।
৩। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র গুলোতে আসের্নিক রোগীদের সরকারি রেজিস্ট্রেশন কার্ড প্রদান করা ও বিনামূলে সার্বক্ষণিক চিকিৎসা সেবা অব্যাহত রাখা।

৪। জাতীয় নিরাপদ পানি ও সেনিটেশন নীতিমালা বাস্তবায়ন করা।

৫। সরকারিভাবে প্রতিবছর ২২শে র্মাচকে বিশ্ব পানি দিবস হিসেবে উদযাপন করা।

৬। আসের্নিক রোগীদের নিয়মিত মনিটরিং করার জন্য সরকারিভাবে ইউনিয়ন র্পযায়ে আলাদা স্বাস্থ্যকর্মী নিয়োগ করা।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, মে ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।