ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নতুন ৬ সরকারি মেডিকেলের ভর্তি এ বছর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৪
নতুন ৬ সরকারি মেডিকেলের ভর্তি এ বছর

ঢাকা: অনুমোদিত নতুন ছয়টি সরকারি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম আসন্ন শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামী ১০ জানুয়ারি থেকে এই কলেজগুলোতে ক্লাস শুরু হবে।



চলতি বছরে মেডিকেল ভর্তি পরীক্ষার সঙ্গেই এ কলেজগুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী রোববার বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানান।

অনুমোদিত এই কলেজগুলো হচ্ছে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, মানিকগঞ্জ, জামালপুর, পটুয়াখালী, টাঙ্গাইল ও রাঙ্গামাটি সরকারি মেডিকেল কলেজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরইমধ্যে এই কলেজগুলোর কার্যক্রম শুরুর অনুমোদন প্রদান করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।