ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ইবোলা ভাইরাস ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তে সতর্কতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪
ইবোলা ভাইরাস ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তে সতর্কতা

চুয়াডাঙ্গা: প্রাণঘাতি ইবোলা ভাইরাস ঠেকাতে চুয়াডাঙ্গার সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে চুয়াডাঙ্গা-ভারত সীমান্তবর্তী ২৪টি পয়েন্টে এই সর্তকতা জারি করা হয়।



এছাড়া প্রাণঘাতি এই ভাইরাস যাতে কোনো ভাবেই বাংলাদেশে ছড়াতে না পারে সে জন্য চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত চেকপোস্ট ও দর্শনা আর্ন্তজাতিক রেল স্টেশনে ৬ সদস্যের একটি মেডিকেল টিম কাজ করছে। এই টিমের সদস্যরা ভারত থেকে আসা বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করছেন।

দর্শনা সীমান্তে গঠিত মেডিকেল টিমের চিকিৎসক ডা. শাহাজামাল বাংলানিউজকে জানান, সীমান্ত এলাকায় কর্মরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও কুলি সদস্যদের পরীক্ষা ও ইবোলা ভাইরাস সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।

সীমান্ত পাড়ি দিয়ে আসা বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তবে, দুপুর পর্যন্ত ইবোলা আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি বলে জানান তিনি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আনোয়ার জাহিদ সীমান্তে সতর্কতা জারির সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই সর্তকতা জারি থাকবে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।