ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মাতৃ স্বাস্থ্যসেবা বিষয়ে রাঙামাটিতে কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪
মাতৃ স্বাস্থ্যসেবা বিষয়ে রাঙামাটিতে কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: পার্বত্য অঞ্চলের মাতৃ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ক রাঙামাটিতে চার দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে।

রোববার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কনফারেন্স কক্ষে ইউনিসেফ এ কর্মশালার আয়োজন করে।



কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটির সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রাঙামাটি জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানভির সিদ্দিকী প্রমুখ।

জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, রাঙামাটির স্বাস্থ্যসেবা জেলা পরিষদের হাতে ন্যাস্ত হলেও ডাক্তার সঙ্কটের কারণে স্বাস্থ্যসেবাকে জনগণের দ্বারে পৌঁছে দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।

রাঙামাটিতে ১৬৫ জন ডাক্তারের স্থলে রয়েছে মাত্র ৫২ জন ডাক্তার। স্বল্প সংখ্যক ডাক্তার নিয়ে আমরা ১০টি উপজেলার দুর্গম এলাকাগুলোতে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি। বেসরকারি সংস্থাগুলো কাজ করে যাওয়ায় মা ও শিশু মৃত্যুর হার এখন কমে এসেছে।

কর্মশালায় রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামী বুধবার কর্মশালা সমাপ্ত হবে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।