ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

পটাশিয়ামসমৃদ্ধ খাবারে কমবে স্ট্রোক ঝুঁকি

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৪
পটাশিয়ামসমৃদ্ধ খাবারে কমবে স্ট্রোক ঝুঁকি ছবি: সংগৃহীত

ঢাকা: স্ট্রোক ও স্ট্রোকজনিত মৃত্যু ঝুঁকি কমাতে অনেক বেশি বেশি করে পটাশিয়াম সমৃদ্ধ খাবার খান। বিশেষত বয়স্ক নারীরা।



১১ বছর ধরে পরিচালিত এক গবেষণা শেষে বয়স্ক নারীদের প্রতি এমনই পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিনের চিকিৎসা বিজ্ঞানীরা।

৫০ থেকে ৭৯ বছর বয়সী ৯০ হাজার ১৩৭ জন নারীর ওপর পরিচালিত এ গবেষণা শেষে গবেষক দলের জ্যেষ্ঠ সদস্য সিলভিয়া ওয়াসেরথিল-স্মোলার বলেন, যে নারীদের খাবারে অনেক কম খনিজ (মিনারেল) থাকে তাদের চেয়ে পটাশিয়ামসমৃদ্ধ খাবার গ্রহণকারী নারীরা অনেক কম স্ট্রোক ও স্ট্রোকজনিত মৃত্যুঝুঁকিতে থাকেন।

কয়েক দশক ধরেই এ কথা প্রচলিত যে, পটাশিয়াম ব্লাড প্রেসার কমাতে সাহায্য করে। এর সঙ্গে যোগ করে গবেষণা দলটি বলছে, শুধুই তা-ই নয়, পটাশিয়ামসমৃদ্ধ খাবার বয়স্ক নারীদের স্ট্রোকের ঝুঁকিও অনেকাংশে কমিয়ে দেয়।

আইনস্টাইন কলেজের গবেষণায় দেখা যায়, কোনো বয়স্ক নারী স্বাভাবিকের চেয়ে হাজার মিলিগ্রাম বেশি পরিমাণ পটাশিয়ামসমৃদ্ধ খাবার নিয়মিত হারে খেলে তাদের স্ট্রোকের ঝুঁকি সাধারণত ১২ শতাংশ কমে যায়। এছাড়া, এ ধরনের নারীদের মস্তিষ্কে রক্ত সরবরাহকারী শিরাগুলো বাধাগ্রস্ত হওয়ার ফলে যে ইসকেমিক স্ট্রোকের সম্ভাবনা থাকে সেটাও ১৬ শতাংশ কমে যেতে পারে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, যে নারীদের উচ্চ রক্তচাপ নেই তাদের খাবার পটাশিয়ামসমৃদ্ধ হলে ইসকেমিক স্ট্রোকের ঝুঁকি ২৭ শতাংশ কমে যায়। যে নারীদের খাবারে ন্যূনতম পটাশিয়ামও থাকে না তাদের চেয়ে পটাশিয়ামসমৃদ্ধ খাবার গ্রহণকারীদের অন্যান্য স্ট্রোকের ঝুঁকিও ২১ শতাংশ কমে যায়।

গবেষক ওয়াসেরথিল-স্মোলার বলেন, আমাদের গবেষণা পরবর্তী পরামর্শ হলো-নারীদের অনেক বেশি পটাশিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে।

চলতি বছরের শুরুতে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন ও আমেরিকান স্ট্রোক অ্যাসোসিয়েশন জানিয়েছিল পুরুষদের তুলনায় নারীরাই বেশি স্ট্রোক ঝুঁকিতে থাকে। সেটা যে বয়সেরই হোক।

পটাশিয়ামসমৃদ্ধ খাবার
সবরকমের ফলমূলেই প্রচুর পটাশিয়াম রয়েছে। বিশেষত দুধ, দ‌ই ও অন্য দুগ্ধজাত পণ্য, স্যামন মাছ, সবুজ শাক-সবজি, আলু, খরমুজ, মাশরুম মটরশুটি ও কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।