ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

আটজনের শরীরে এইচআইভি ছড়িয়ে কাঠগড়ায়

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪
আটজনের শরীরে এইচআইভি ছড়িয়ে কাঠগড়ায়

ঢাকা: এইচআইভি-পজিটিভ (এইডস রোগী) এক মার্কিন নাগরিক অন্তত আটজনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি ছড়িয়েছেন। এজন্য কাঠগড়ায়ও দাঁড়াতে হয়েছে তাকে।

আর কারও শরীরে এইচআইভি না ছড়াতে  ‘এও’ নামে ওই ব্যক্তিকে নির্দেশ দিয়েছেন আদালত।

এইডস ছড়ানোর দায়ে ‘এও’কে কাঠগড়ায় দাঁড় করানো হলেও এটা কোনো জৈবিক কার্যক্রমকে অপরাধ সাব্যস্ত করার চেষ্টা নয় বলে দাবি করেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের কিং কাউন্টির সিয়াটল শহরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেন, কেবল জনস্বাস্থ্য সুরক্ষার জন্যই ওই ব্যক্তিকে ‍আদালতে তোলা হয়েছে।

আইনজীবীরা জানান, আদালতের এ নির্দেশ না মানলে অর্থাৎ আবারও কারও শরীরে এইডস ছড়ানোর সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেলে ‘এও’কে অর্থ এমনকি কারাদণ্ডও ভোগ করতে হতে পারে।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মতে, প্রতিবছর যুক্তরাষ্ট্রে অন্তত ৫০ হাজার মানুষ নতুন করে এইচআইভি ভাইরাসে সংক্রমিত হন। এছাড়া, দেশটির ১১ লাখ এইডস রোগীর মধ্যে ১৬ শতাংশই জানেন না, তারা প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণে ভুগছেন কিনা।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত তথ্যমতে, ‘এও’র শরীরে ২০০৮ সালে এইচআইভি ধরা পড়ে। এরপর ২০১০-২০১৪ সালের মধ্যে আটজনের শরীরে এ ভাইরাস ছড়ান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।